ছট পুজোয় ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কলকাতা ও পটনার মধ্যে একটি ছট বিশেষ ট্রেন ঘোষণা করেছে পূর্ব রেল। এই উদ্যোগের লক্ষ্য এই প্রাণবন্ত এবং উল্লেখযোগ্য উৎসবের অংশ হতে আগ্রহী ভক্ত এবং ভ্রমণকারীদের জন্য নির্বিঘ্ন এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া।
শনিবার ০৩০৩৫ কলকাতা–পটনা ছট স্পেশাল কলকাতা ছাড়বে বেলা সাড়ে তিনটায়। পটনা পৌঁছানোর কথা রাত আড়াইটায়। পরদিন রবিবার পটনা থেকে ০৩০৩৬ পটনা-কলকাতা স্পেশাল পটনা ছাড়বে ভোর সাড়ে চারটায়। কলকাতায় সেটি পৌঁছানোর কথা বেলা তিনটায়। একই দিনে ট্রেনটি পূর্ব রেলওয়ের এক্তিয়ারে বর্ধমান, দুর্গাপুর,
এই ছট বিশেষ ট্রেন চালানোর মাধ্যমে ১৮৭২টি বার্থ তৈরি হয়েছে। ট্রেনটিতে সাধারণ সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস থাকার ব্যবস্থা থাকবে। ০৩১৩৫ কলকাতা – পটনা ছট স্পেশালের জন্য টিকিট বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও, পূর্ব রেলের আসানসোল বিভাগ শনিবার অন্ডাল ও বাঁকার (জাসিডি হয়ে) মধ্যে একটি ‘যাত্রী বিশেষ’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটি 03539/03538 (অন্ডাল – জাসিডি – অন্ডাল ডেমু প্যাসেঞ্জার) এবং 03581/03582 (জসিডি–বাঁকা–জাসিডি ডেমু প্যাসেঞ্জার) রুটে চলবে।