শক্তি খানিকটা খর্ব হলেও, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-সহ উপকূলবর্তী অঞ্চলে যথেষ্ট প্রভাব খাটাল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ‘বুলবুল’-এর প্রভাবে ক্যানিংয়ের বিভিন্ন অঞ্চলে ভেঙে পড়ল গাছ। ঝড় শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়ে ক্যানিংয়ের বিস্তীর্ন অঞ্চল। রবিবার ভোর থেকেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার প্রচেষ্টা করছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। শনিবার গভীর রাতে ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে ‘বুলবুল’ বয়ে যায় সুন্দরবনের ধানচি জঙ্গল সংলগ্ন অঞ্চল দিয়ে। স্থলভাগে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তিক্ষয় হলেও, তাণ্ডবলীলা থেকে রেহাই পায়নি সুন্দরবনের বিভিন্ন অঞ্চল। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে প্রচুর গাছ। বিদ্যুৎহীন হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল। সুন্দরবন ছাড়াও পূর্ব মেদিনীপুরেও ‘বুলবুল’ প্রভাব খাটিয়েছে। শনিবার গভীর রাতে প্রবল বেগে ঝড় শুরু হয় ক্যানিং, বাসন্তী, গোসাবা, ঝড়খালি-সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলে। ঝড়ের তাণ্ডবে ক্যানিংয়ে ভেঙে পড়ে বিশালাকার একটি গাছ। প্রবল ঝড়ের মধ্যেই শনিবার গভীর রাতে ক্যানিং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সামনে একটি গাছ ভেঙে পড়ে। যদিও, হতাহতের কোনও খবর নেই। ‘বুলবুল’ ক্রমশ বাংলাদেশ অভিমুখে অগ্রসর হওয়ায় প্রভাব খানিকটা কমে যায়। রবিবার ভোর থেকেই বৃষ্টি থেমে যায়। তবে, সূর্যের দেখা মেলেনি।
2019-11-10