দেশী গরুর উপরে গবেষণা করার প্রস্তাব চেয়ে বিজ্ঞাপন দিল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। বিজ্ঞাপনে মন্ত্রকের দাবি, উন্নত গুণমান এবং বেশ কিছু বৈশিষ্ট্যের জন্য দেশি গরুর কদর বিশ্বজোড়া। তাদের অটুট স্বাস্থ্য খাবারের কম চাহিদা এবং প্রোচন্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে অস্ট্রেলিয়া, ব্রাজিলের মত বিভিন্ন দেশের বাজারে তাদের চাহিদাও ব্যাপক। আর সেই কারণেই দেশি গরু নিয়ে গবেষণার জরুরী বলে মনে করছে মোদী সরকার।
বিজ্ঞাপনে আরোও বলা হয়েছে দেশী গরুর শরীরজাত বিভিন্ন সামগ্রী ব্যবহার করে আয়ুর্বেদে রোগ সারানো কথা রয়েছে। যাকে কাউপ্যাথি বলা যেতেই পারে। বীর-চরক সংহিতা, সুশ্রুত সংহিতার মত গ্রন্থে এই ধরনের পদ্ধতির উল্লেখ রয়েছে। প্রাচীন চিকিৎসা শাস্ত্র অনুযায়ী তা কাজে লাগতে পারে বাত, কিডনির সমস্যা, অ্যাসিডিটি, প্রেসার, শ্বাসকষ্ট, ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো রোগ সারানোর জন্য। সেই কারণেই এই গবেষণায় জোর দিতে চাইছে কেন্দ্র। বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রক ছাড়াও তাতে শামিল হচ্ছে আয়ুর্বেদ মন্ত্রক এবং অন্যান্য বিভিন্ন দপ্তর।
কিন্তু এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রনদীপ সিং সুরজওয়ালা বলেন, হিন্দুত্বের প্রচারে সুড়সুড়ি দিতেই বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রকে গবেষণার বিজ্ঞাপনের ঠাঁই পাচ্ছে গরু। তবে সমালোচকরা তাকে মনে করিয়ে দিয়েছেন, মধ্যপ্রদেশে ক্ষমতা দখলের পর কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে কমলনাথেরও প্রথম সিদ্ধান্ত ছিল সেই গোশালা নির্মাণ।