1/5বৃহস্পতিবার হঠাত্ই থমকে যায় সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/5ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে অনেকেই ইনস্টাগ্রাম খুলতে পারছে না বলে জানান। শুধু ভারত নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরাই অভিযোগ করেন। তবে ভারত থেকেই সবচেয়ে বেশি অভিযোগ আসে। দিল্লি, মুম্বই, চেন্নাই-এর বহু ব্যবহারকারী ইনস্টাগ্রাম খুলতে পারছিলেন না। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)3/5ডাইরেক্ট মেসেজ, ফিড রিফ্রেস, রিলস- কিছুই কাজ করছিল না। বেলা সাড়ে ১২টা নাগাদ সবচেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারী সমস্যার কথা জানান। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)4/5তবে ভারতীয় সময় দুপুর ২.১০ নাগাদ ফের স্বাভাবিক হয়ে যায় ইনস্টাগ্রাম। সব কিছুই আগের মতো চলতে শুরু করে। প্রতীকী ছবি : ইনস্টাগ্রাম (Instagram )5/5ঠিক কী কারণে এই ব্ল্যাকআউট হয়েছিল, সে বিষয়ে কিছু জানায়নি ইনস্টাগ্রামের মালিক সংস্থা ফেসবুক।