সারা শীত জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে। পালা এবার বসন্তের। তাপমাত্রা অল্প বাড়তেই বেলায় গরম অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার থেকে টানা তিন দিন বঙ্গবাসীকে স্বস্তি দিতে আসরে নামছে বৃষ্টি। দেওয়া হয়েছে সতর্কতাও। ২৪ তারিখ কলকাতা-সহ গোটা রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৫ ও ২৬ তারিখেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে প্রচুর জ্বলিয় বাষ্প প্রবেশ করতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এর জেরে হতে পারে বৃষ্টি। পার্বত্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৪ তারিখ হলুদ সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।
কারণ ওইদিন ঝড়ো হাওয়াও বইতে পারে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
বৃহস্পতিবার এই তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছেছিল। সকালের তাপমাত্রা কম থাকলেও। বেলার দিকে স্বাভাবিক নিয়মে ব্যাপক হারে তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যেই বেলার পারদ ৩০-এর কোঠা ছাড়িয়েছে। সপ্তাহ শেষে পারদ ৩৩ ছাড়িয়ে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এরপরেই মিলছে বৃষ্টিতে স্বস্তির পূর্বাভাস।