কর্ণাটকে লাভ জিহাদের ঘটনা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। বিশেষ করে দক্ষিণ কন্নড় জেলায় লাভ জিহাদের ঘটনা বেশি ঘটছে।
এবার ইসলামে ধর্মান্তরিত আসিয়া জুবি ইব্রাহিম খলিল নামে এক মহিলার অভিযোগ যে, তাকে তাঁর শশুরবাড়ির লোকেরা লাগাতার হুমকি দিচ্ছে এবং মানসিক নির্যাতন করেছে। পাশাপাশি, তাঁর আরও অভিযোগ, তাঁর স্বামীকে আটকে রেখেছে তাঁর স্বামীর পরিবার। এমনকি স্বামীর ভাই শোয়েব তাকে অশ্লীল মেসেজ পাঠাচ্ছে এবং কুপ্রস্তাব দিচ্ছে। গতকাল এক প্রেস কনফেরেন্সে এমন দাবি করেন ওই মহিলা।
মহিলা জানিয়েছেন যে তাঁর বর্তমান নাম আসিয়া জুবি ইব্রাহিম খলিল। তাঁর পূর্বে নাম ছিল শান্তি জুবি। সে কেরালার কান্নুরের বাসিন্দা। ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে কর্ণাটকের বাসিন্দা ইব্রাহিম খলিলের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁরা ওই বছর জুলাই মাসে তাদের বিয়ে হয়। মহিলার দাবি, তাকে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল এবং তাঁর নতুন নাম হয় আসিয়া। এমনকি ওই মহিলা তাঁর স্বামীকে নিজের ২৫ লক্ষ টাকাও দেন। পরে দুজনে ভাড়া বাড়িতে থাকছিলেন। কিন্তু স্বামীর পরিবার এ বিয়ে মেনে নিতে পারেননি। তাই তাঁর স্বামীকে আটকে রেখেছে এবং তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে মহিলার পাশে দাঁড়িয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের লিগ্যাল সেল মহিলাকে নিয়ে সুলিয়া পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি, ওই মহিলাকে হিন্দু ধর্মে ফিরে আসতে আমন্ত্রণ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।