ইসলাম সম্পর্কে ভুল বার্তা শিকারার কিছু দৃশ্যে,স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ ইফতিকার,মাজিদরা

ইসলাম সম্পর্কে ভুল বার্তা শিকারার কিছু দৃশ্যে,স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ ইফতিকার,মাজিদরা

ছবি মুক্তির মুখে বড়সড় ধাক্কা শিকারা ছবির টিমের কাছে | জম্মু-কাশ্মীরের আদালতে বিধু বিনোদ চোপড়ার এই ছবি নিয়ে নাকি জনস্বার্থ মামলা রুজু হয়েছে | মামলাকারীরা হলেন ইফতিকার মিসগার, মাজিদ হায়দারি ও হাফিজ লোন | উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে এদের আর্জি কাশ্মীরি পন্ডিতদের ২৫বছর আগে বিতাড়নের প্রেক্ষাপটে বানানো ছবি শিকারার বেশ কিছু দৃশ্য অত্যন্ত আপত্তিকর| সেগুলির ফলে ইসলাম সম্পর্কে অমুসলিমদের কাছে ভুল বার্তা যাবে বলে তারা মনে করেন |

তাই এই ছবি রিলিজের পূর্বে এই দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ চান আদালত থেকে | তারপরই এই ছবি মুক্তি পেতে পারে | এই আবেদনের বিচার না হওয়া অবধি এই ছবি মু্ক্তির উপরে তারা স্থগিতাদেশ চান | সরাসরি কোন আইনি নোটিশ বা চিঠি পাননি বলে অপরদিকে জানান ছবির নির্দেশক |

তিনি বলেন, এই পুরো বিষয়টি তার আইনি পরামর্শ দাতা আইনজীবী হরিশ সালভে দেখবেন | সেখানে তার কিছু বলার নেই | কিন্তু ছবির প্রেক্ষাপট দাঁড়িয়ে যা সত্যি ঘটেছিল সেদিন ,তাই দেখানো হয়েছে | কোন দৃশ্য বাদ দেওয়ার কোন যৌক্তিকতাই নেই তার কাছে | প্রসঙ্গত, ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই দেশ জুড়ে তা নিয়ে আলোড়ন পড়ে যায় |

রাতারাতি সংখ্যালঘু হিন্দু কাশ্মীরি পন্ডিতদের উপর নেমে আসা অত্যাচারের কাহিনী নিয়ে সরব হন বিতাড়িত ওই মানুষগুলি | কেন্দ্রীয় সরকারের জম্মু-কাশ্মীরে ৩৭০ বিলোপের পরই ওই মানুষেরা নিজভূমে ফিরে যাওয়ার আশার আলো দেখতে পেয়েছেন | সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তারা সদর্পে সেকথা ঘোষণাও করেছেন | বলি অভিনেতা অনুপম খের এনিয়ে মোদি সরকারের স্বপক্ষে কথা বলায় সমালোচিত হতে হয়েছে আরেক বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের কাছ থেকেও, যা নিয়েও বিস্তর জলঘোলা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.