“মাস্ক ব্যবহারের সারা বিশ্বকে পথ দেখিয়েছে ভারত” আন্তর্জাতিক সভায় দাবি করলেন প্রধানমন্ত্রী

“মাস্ক ব্যবহারে ভারতই সারা বিশ্বকে পথ দেখিয়েছে।” করোনা ভাইরাসের সংক্রমনের আবহে আন্তর্জাতিক আলোচনা সভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।বৃহস্পতিবার রাত ৯ টায় মার্কিন-ভারত কৌশলগত অংশীদারি ফোরামের (US India Strategic and Partnership Forum) তৃতীয় শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “ভারতেই প্রথম গণহারে মাস্ক ব্যবহার করায় জোর দেয়। বিশ্বের অন্য দেশগুলির তুলনায় এদেশে মৃত্যুর হার অনেকটাই কম। এছাড়া, করোনা আক্রান্তরা দ্রুত সেরে উঠছেন।” তিনি আরও বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণের আবহে দু-দুটো ঘূর্ণিঝড় ও পঙ্গপালের হানা দেখেছে দেশ। কিন্তু মানুষের ইচ্ছাশক্তির কাছে সেই বিপদ তুচ্ছ হয়ে গিয়েছে। বিনামূল্যে গ্যাস থেকে শুরু করে কৃষকদের ব্যাংক খাতায় টাকা দিয়েছে সরকার। পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্যও পদক্ষেপ করেছে সরকার।”

মোদি বলেছেন, “বিশ্বের সবচেয়ে বড় হাউসিং প্রোগ্রাম শুরু করেছি আমরা। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের আওতায় লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবার আরও ভালভাবে পাবেন। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ভারত আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব আমাদের উপর ভরসা করে।” ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্যের শুরুতেই করোনা ভাইরাসের মহামারী নিয়ে ভারতের পদক্ষেপের কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.