গ্রামীণ হাওড়ায় শাহি কর্মসূচিকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছিল। গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যেও উদ্দীপনার পারদ চড়ছিল। এরই মধ্যে আগামী ৩১ জানুয়ারী, রবিবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায় অমিত শাহের সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে আগেই। কিন্তু সূত্রের শেষ খবর বলছে যে রোড শো না হলেও গ্রামীণ হাওড়ায় আসবেন অমিত শাহ। তবে শুধু খাওয়া দাওয়া করবেন তিনি। বিশেষজ্ঞরা আবার বলছেন দলীয় কর্মীদের মান রাখতে শুধুমাত্র খাওয়াদাওয়াটুকু সারবেন অমিত।
সূত্রের খবর ছিল আগে হেলিপ্যাডে এসে তারপর তফশীলি ওই পরিবারে মধ্যাহ্নভোজে যোগ দেবেন শাহ। এবার জানা যাচ্ছে, সরক পথে কনভয়ে করে ওই বাড়িতে যাবেন অমিত শাহ। বৃহস্পতিবার বিকালে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহের কর্মসূচি বাতিলের কথা ঘোষণা করেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির অবজার্ভার তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
তবে ঠিক কী কারণে উলুবেড়িয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বাতিল হল তা জানাননি পুরুলিয়ার সাংসদ। যদিও উলুবেড়িয়ায় শাহি কর্মসূচি বাতিলকে কটাক্ষকে করতে ছাড়েনি তৃণমূল। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুকান্ত কুমার পাল বলেন,”হাওড়া গ্রামীণ জেলার তৃনমূল কংগ্রেসের সংগঠন কতটা মজবুত তা আবারও প্রমানিত হল। অমিত শাহের সমস্ত কর্মসূচি বাতিল হয়েছে। এর পরে অমিত শাহ এখানে সভা করার আগে দশবার ভাববেন। এটা আমাদের নৈতিক জয়।”
তিনি আরও বলেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হাওড়া গ্রামীণ জেলা অগ্রনী ভূমিকা পালন করবে। প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক ছিল রবিবার দুপুরে রঘুদেবপুরে হেলিপ্যাডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নামার পর খলিশানী এলাকার একটি তফশিলি পরিবারে দুপুরে মধ্যাহ্নভোজন করবেন। পরে বিকালে উলুবেড়িয়া শহরে একটি রোড শো করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সবশেষে উলুবেড়িয়া কালীবাড়িতে গিয়ে পুজো দেওয়ার কথা ছিল অমিত শাহের।
প্রায় সমস্ত কর্মসূচিই আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এদিনের এই সাংবাদিক সম্মেলনে পুরুলিয়ার সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি প্রত্যুষ মন্ডল।