“নাগরিকত্ব আইনে কারো ভয় নেই। আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।” এমনটাই বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (Shivsena) প্রধান উদ্ভব ঠাকরে। শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বেশ খুশিই দেখিয়েছে তাঁকে। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে উদ্ভব বলেন, “মোদি আমাকে জানিয়েছেন, দেশ জুড়ে এনআরসি করা হবে না। সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে তিনি বলেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না।”
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি প্রধানমন্ত্রীর সঙ্গে নাগরিকত্ব আইন, এনআরসি এবং এনপিআর নিয়ে আলোচনা করেছি। আমি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। নাগরিকত্ব আইনকে ভয় পাওয়ার কিছু নেই। নিপীড়িত সংখ্যালঘুরা এতে উপকৃত হবেন। এনআরসি দেশ জুড়ে হবে না। যদি দেখা যায়, এতে নাগরিকদের ক্ষতি হচ্ছে, আমরা বিরোধিতা করব।” প্রসঙ্গত, উদ্ভব ঠাকরে সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর জাতীয় রাজনৈতিক মহলে ফের গুঞ্জন শুরু হয়েছে।
মহারাষ্ট্রের বিধানসভা ভোটে বিজেপির (BJP) সঙ্গে জোট করে লড়াই করার পরও সরকার গঠনের সময় শিবসেনা প্রধানের হাত মিলিয়েছেন কংগ্রেস ও এনসিপি’র সঙ্গে। কিন্তু সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে (Uddhavb Thakrey)। এমনকি লোকসভা ও রাজ্যসভায় ভোটাভুটির সময় শিবসেনার ভোট দিয়েছে আইনের পক্ষে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর যেভাবে তিনি সিএএ ও এনআরসি নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন। তাতে কপালে ভাঁজ পড়েছে কংগ্রেস ও এনসিপি (NCP) নেতৃত্বে।
কারণ নাগরিকত্ব সংশোধনী আইন যখন থেকে সংসদে আনার কথা ভাবা হয়েছিল। তখন থেকেই তার বিরোধী কংগ্রেস ও এনসিপি। অথচ মহারাষ্ট্রে তাদের সমর্থনে সরকার গঠন করলেও, এই বিল প্রসঙ্গে বরাবরই সমর্থন দিয়ে এসেছে শিবসেনা। জাতীয় রাজনীতির কারবারীদের মধ্যে জোর আলোচনা, শিবসেনা প্রসঙ্গে কংগ্রেস (Congress) ও এনসিপিকে আগামীদিনের নতুন করে ভাবতে হবে।