সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন। হাওড়া-কামাখ্যা রুটের এই ট্রেনের টিকিট বুকিং শুরু হতেই দেখা যায়, আইআরসিটিসি (IRCTC)-র ওয়েবসাইটে খাবারের তালিকায় আমিষের কোনো বিকল্প নেই। আনন্দবাজার ডট কম-এ এই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন:
- স্থায়ী কোনো পরিকল্পনা নয়: বন্দে ভারত স্লিপারে কেবল নিরামিষ খাবার রাখার কোনো স্থায়ী পরিকল্পনা রেলের ছিল না।
- প্রাথমিক সীমাবদ্ধতা: ট্রেনটি একেবারে নতুন হওয়ায় শুরুতে সব রকমের পরিষেবা গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। আপাতত নিরামিষ দিয়ে শুরু হলেও খুব দ্রুত আমিষ পদ যুক্ত করা হবে।
সুকান্ত মজুমদারের তৎপরতা
সাংসদ সুকান্ত মজুমদার বিষয়টি জানতে পেরে দ্রুত রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন। রবিবার রেলমন্ত্রী নিজে তাঁকে ফোন করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
সুকান্ত মজুমদার জানান, “আমি রেলমন্ত্রীকে বলেছি যে পশ্চিমবঙ্গ এবং অসম— এই দুই রাজ্যের মানুষের খাদ্যাভ্যাসে আমিষ খাবারের গুরুত্ব অপরিসীম। তাই শুধুমাত্র নিরামিষ মেনু রাখলে তা কাম্য নয়। তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক অপব্যাখ্যা তৈরির চেষ্টা করছিল, যা আমি রেলমন্ত্রীকে অবগত করি।”
এক নজরে বন্দে ভারত স্লিপার মেনু আপডেট
| বিষয় | বর্তমান পরিস্থিতি | ভবিষ্যৎ পরিকল্পনা |
| খাবারের ধরন | কেবল নিরামিষ (Veg) | আমিষ ও নিরামিষ (Non-Veg & Veg) |
| রুট | হাওড়া – কামাখ্যা | দেশজুড়ে অন্যান্য রুট |
| পরিষেবা প্রদানকারী | আইআরসিটিসি (IRCTC) | দ্রুত মেনু পরিবর্তনের আশ্বাস |
রেলমন্ত্রীর এই আশ্বাসের ফলে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এখন দেখার, কত দ্রুত রেলের পোর্টালে আমিষ খাবারের বিকল্পটি কার্যকর হয়।

