সমগ্র বাংলায় আজ ভয়াবহ সন্ত্রাস, তোষণ ও অপশাসনের আবহ। দিকে দিকে ক্রমশ বেড়েই চলেছে নারী নির্যাতনের মতো ঘটনা। ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাস, শাসক দলের বিরুদ্ধে মত প্রকাশ করতে গিয়ে প্রান হারাতে হচ্ছে এবং বিরোধী ছাত্র সংগঠন করার অপরাধে একাধিক এবিভিপি কার্যকর্তা রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলী দুষ্কৃতিদের হাতে আক্রান্ত। রাজ্যে শিক্ষা পরিকাঠামোর ক্রমশ অবনতি, বেকারত্ব বৃদ্ধি ইত্যাদির বিরুদ্ধে ‘ছাত্র যুবদের হুঙ্কার, বাংলা বাঁচানোর অঙ্গীকার’ ফেস্টুন নিয়ে ৬ই জানুয়ারি আন্দোলনে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।
বারুইপুর এক নম্বর প্লাটফর্ম রেল ময়দান থেকে দুপুর ১২ টো ১৫ মিনিটে শুরু হয়ে পুরাতন বাজার থেকে এই র্যালি পৌঁছায় এসডিও অফিসে প্রায় দুপুর ২ টোয়, ৪৫ মিনিট কার্যক্রম চলে এসডিও অফিসে এবং এসডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। ছাত্র ছাত্রী সহ আরও অন্যান্য প্রায় ৭৩৫ জন উপস্থিত ছিলেন এই কার্যক্রমে।
র্যালিতে উপস্থিত ছিলেন এবিভিপি দক্ষিণবঙ্গ প্রদেশের এক্সিকুটিভ মেম্বার বিষ্ণুপদ দাস, দক্ষিণ ২৪ পরগনা আন্দোলন সমিতির কনভেনার সন্দীপ নস্কর মহাশয় ও আন্দোলনরত ছাত্রদের সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রমুখ সংঘমিত্রা নিয়োগী, বিভাগ সংযোজক রাকেশ রায়, জেলা সংযোজক সত্যজিৎ জোয়ারদার, জেলা সাংগঠনিক সম্পাদক সন্দীপ দাস এবং জেলা সমিতির অন্যান্য সদস্যরা। তাঁরা কার্যক্রমে তাঁদের বক্তব্য রাখেন।
কলকাতা, ৭.১.২০২১