বঙ্গে শুরু দ্বিতীয় দফার ভোট, নন্দীগ্রাম-সহ ৩০ আসনে ভাগ্যপরীক্ষা প্রার্থীদের

বৃহস্পতিতে বঙ্গেও শুরু হল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের চারটি জেলার ৩০টি বিধানসভা আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। যে চারটি জেলায় বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে সেই জেলাগুলি হল-বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। বাঁকুড়ার তালড্যাংড়া, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস এবং সোনামুখীতে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে। এদিনই ভোটগ্রহণ হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম এবং চণ্ডীপুর আসনে। দ্বিতীয় দফার ভোটে সবথেকে বেশি নজরে রয়েছে নন্দীগ্রাম আসন, হাইভোল্টেজ এই আসন থেকে লড়ছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্রের ৩৫৫টি বুথই স্পর্শকাতর। দ্বিতীয় দফায় ভোট চলছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা ও কেশপুর আসনে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথর প্রতিমা, কাকদ্বীপ ও সাগরে দ্বিতীয় দফায় ভোট চলছে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত।
দ্বিতীয় দফার ভোটে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনের দিকেই সবথেকে বেশি নজর রয়েছে। তাই চিন্তায় রয়েছে নির্বাচন কমিশন। অশান্তির আশঙ্কা তৈরি হলে প্রয়োজনে গোটা নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করে ভোট করানোর ভাবনাও রয়েছে কমিশনের। নন্দীগ্রামে মোট পোলিং বুথের সংখ্যা ৩৫৫টি। এই কেন্দ্রের নিরাপত্তার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা প্রায় ১৬০০ জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও থাকবে রাজ্য পুলিশ। নির্বাচন কমিশন সূত্রের খবর, দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের চারটি জেলার ৩০টি বিধানসভা আসনে ভোটগ্রহণের জন্য মোতায়েন রয়েছে ৮০০ কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফার ভোটে বঙ্গবাসীকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে বাংলায় টুইট করে মোদী লেখেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাঁদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোটগ্রহণ হচ্ছে, তাঁরা রেকর্ড সংখ্যায় ভোটদান করুন’। 
মমতা থেকে শুভেন্দু, সায়ন্তিকা থেকে হিরণ-দ্বিতীয় দফায় তারকা প্রার্থী২৯৪ আসনের মধ্যে নন্দীগ্রাম এবার ‘হট সিট’ আসন। মমতা এবং শুভেন্দু জমিরক্ষা আন্দোলনেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন এক সময়। এই নন্দীগ্রামেই এবার সম্মুখসমরে মমতা ও শুভেন্দু। সকাল নন্দীগ্রামের জনগণের উদ্দেশে শুভেন্দু বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিপুল মাত্রায় ভোট দিন, কারণ নন্দীগ্রামের দিকে তাঁকিয়ে রয়েছে সমগ্র দেশ।” মমতা ও শুভেন্দুর মতো ‘হেভিওয়েট’ প্রার্থীর পাশে আলোচনায় রয়েছেন নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। দ্বিতীয় দফার ‘ভিআইপি’ প্রার্থীর তালিকায় জায়গা করে নিয়েছেন সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, অশোক দিন্দা, ভারতী ঘোষ, মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর প্রমুখ। চণ্ডীপুর আসনে অভিনেতা সোহম চক্রবর্তীকে লড়াইয়ে নামিয়েছেন মমতা। সোহমের পাশাপাশি বৃহস্পতিবার রাজনীতিতে নবাগতা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরও ভাগ্য পরীক্ষা। সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি, এবার বাঁকুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন্তিকা। বিজেপির টিকিটে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় লড়ছেন খড়্গপুর সদরে। এই দফায় বিজেপি-র আরও এক তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। পূর্ব মেদিনীপুরের ময়নায় তাঁকে প্রার্থী করেছে বিজেপি। এই দফায় নজরে রয়েছে আর এক আসন ডেবরা। দুই প্রাক্তন আইপিএস অফিসারের লড়াই সেখানে। বিজেপি-র ভারতী ঘোষ বনাম তৃণমূলের হুমায়ুন কবীর। রাজনীতিক সবং-এর মানস ভুঁইয়াও এই দফায় প্রার্থী। দীর্ঘ ৪০ বছর পশ্চিম মেদিনীপুরের সবং থেকে লড়াই করে আসছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.