শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৫:০৭
বিজেপি-র সাত বিধায়ককে নিয়ে যাওয়া হল ফুলবাগানের বেসরকারি হাসপাতালে
বিধানসভায় হাতাহাতিতে নাক ফেটেছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি ভর্তি এসএসকেএমে। অন্য দিকে, এই গন্ডগোলে বিজেপি-র সাত বিধায়ক অসুস্থ হয়েছেন বলে দাবি। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে। শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৫:০০
পরিকল্পনা করে বিধানসভায় ঝামেলা, শুভেন্দুকে দায়ী করলেন পার্থ
বগটুই-কাণ্ড নিয়ে অশান্তি বিধানসভায়। উত্তেজনা এমন জায়গায় পৌঁছল যে মারপিটে জড়ালেন তৃণমূল ও বিজেপি বিধায়করা। পুরো ঘটনার জন্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিত ভাবে অশান্তি করেছে বিজেপি। পার্থর কটাক্ষ, রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারে না বিরোধীরা।শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৪:৪২
আবার নজরে অনব্রত-গড়, লাভপুরে ১১০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ
১১০টি তাজা বোমা উদ্ধার হল লাভপুরে। সোমবার লাভপুর থানার পুলিশ সাও গ্রামের নদীর পাড়ে উদ্ধার করল দু’ড্রাম ভর্তি বিস্ফোরক। দীর্ঘ দু‘দিন ধরে তল্লাশির পর সোমবারও লাভপুরের সাও গ্রামের নদীর পাড়ে একটি ঝোপ থেকে দুই ড্রাম তাজা বোমা উদ্ধার করল পুলিশ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই রাজ্যজুড়ে অবৈধ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে নেমেছে পুলিশ। লাভপুরে কে বা কারা এই বোমা মজুদ করে রেখেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, দুর্ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দিয়েছে পুলিশ।