কৃষি আইনের বিরোধিতায় এবং কৃষকদের সমর্থনে প্রতিদিনই টুইট করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার রাহুলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ রাহুলকে প্রশ্ন করেছেন, ‘কীসের ভিত্তিতে কৃষি আইনের বিরোধিতা করছেন রাহুল গান্ধী। কৃষকদের সম্পর্কে তিনি কিছু জানেন?’ বুধবার মধ্যপ্রদেশের রেওয়ার এনসিসি গ্রাউন্ডে আয়োজিত কিশান সম্মেলনে বক্তব্য রাখার সময় রাহুলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে শিবরাজ বলেছেন, ‘কৃষিকাজ সম্পর্কে রাহুল কী কিছু জানেন? ভুট্টা গাছ রোপনের সঠিক পদ্ধতি কী তিনি বলতে পারবেন? তাহলে কীসের ভিত্তিতে কৃষি আইনের বিরোধিতা করছেন রাহুল?’
এদিন দ্বিগ্বিজয় সিং এবং কমলনাথকেও আক্রমণ করেছেন শিবরাজ সিং চৌহান। কটাক্ষের সুরে শিবরাজ বলেছেন, ‘আমি শুনলাম দ্বিগ্বিজয় এবং কমলনাথ উপবাস করবেন, তাও আবার কৃষকদের সঙ্গে হওয়া অন্যায়ের জন্য…তোমরা তো পাপ করেছো, এবার প্রায়শ্চিত্ত করো, উপবাস করো কিন্তু প্রায়শ্চিত্ত করার জন্য করো।’
2020-12-16