কৃষি বিল নিয়ে নিকৃষ্ট রাজনীতি করছেন বিরোধীরা, বদ-উদ্দেশ্য এঁদের, বলেছেন বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ

কৃষি বিল নিয়ে প্রত্যেক বিরোধী রাজনৈতিক দলগুলো নিকৃষ্ট রাজনীতিতে মেতে উঠেছে। বিরোধীদের মধ্যে অসৎ বদ অভিপ্ৰায় লুকিয়ে রয়েছে। হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে টেলিফোনিক বার্তালাপে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মঙ্গলদৈয়ের (অসম) সাংসদ দিলীপ শইকিয়া কৃষি বিল বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন৷ 
দিলীপ শইকিয়া বিস্ফোরক এই মন্তব্য করে বলেন, দেশের কৃষকদের সামগ্রিক বিকাশে নরেন্দ্ৰ মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কৃষি সংশোধনী ২০২০ বিল সংসদে পেশ করে তা আইনে পরিণত করেছে। কিন্তু এই আইন নিয়ে বিরোধী দলগুলো ন্যস্তস্বার্থ আদায়ের লক্ষ্যে ঘৃণ্য রাজনীতি করছে৷ বিরোধী দলগুলোর এ-ধরনের চিৎকার-চেঁচামেচির পেছনে গভীর অভিসন্ধি ও অসৎ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে, বলেন সাংসদ দিলীপ শইকিয়া৷ 
শইকিয়া আরও বলেন, বিজেপি সরকারের গৃহীত কৃষি সংশোধনী আইন তিনটির মাধ্যমে কৃষকদের কোনও অধিকার খৰ্ব করা হয়নি৷ বরং এই আইনের দ্বারা কৃষকদের নিজস্ব স্বাধীনতা প্ৰদান করা হয়েছে৷ তাঁদের উৎপাদিত সামগ্ৰী তাঁরা যাতে বিভিন্ন প্ৰতিষ্ঠান বা ব্যক্তির কাছে ন্যায্যমূল্যে বিক্ৰি করতে পারেন সে ব্যাপারে বিস্তর স্বাধীনতা দেওয়া হয়েছে তিনটি আইনে৷ বিশেষ করে কৃষকদের জীবনধারণের মান উন্নত করতে এই আইনগুলি অতি সহায়ক হবে। 
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বলেন, এই আইনের ফলে কৃষকদের আয় দুগুণ বৃদ্ধি পাবে৷ অথচ সব কিছু জেলেও কৃষকরা এই আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন। এ প্রসঙ্গে শইকিয়া বলেন, বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিক বিষয় হিসেবে প্ৰতিপন্ন করার প্ৰচেষ্টা করছে। ঘটনাবলির ফলশ্রুতিতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে, বিরোধী দলগুলোর এক অসৎ অভিপ্ৰায় লুকিয়ে রয়েছে৷ এরা দেশের সহজ-সরল অন্নদাতাদের ঘাড়ে বন্দুক রেখে নিকৃষ্ট রাজনীতিতে মাতাল হয়ে উঠেছেন। তাঁদের ভুল বোঝানো হচ্ছে। 
এক্ষেত্ৰে দলের কেন্দ্ৰীয় সাধারণ সম্পাদকের আন্দোলনকারী কৃষকদের প্রতি অনুরোধ, বৰ্তমান সরকার কৃষক বিরোধী নয়৷ কৃষকদের কল্যাণে কাজ করছে সরকার। তাই কৃষকদের বিষয়টি ভালো করে উপলব্ধি করা উচিত৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান কৃষক আন্দোলনের ফলে বিজেপির কোনও ক্ষতি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.