গত রবিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সম্প্রসারণ হবে কর্ণাটক মন্ত্রিসভা| মুখ্যমন্ত্রীর কথা মতোই বৃহস্পতিবার সকালে কর্ণাটক মন্ত্রিসভার সম্প্রসারণ হল| কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার প্রস্তাবিত ১০ জন বিধায়ক বৃহস্পতিবার সকালে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন| এদিন সকালে রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রমেশ জারকিহোলি, আনন্দ সিং, কে সুধাকর, বি এন বাসভরাজ, এস টি সোমশেখর, শিবরাম হেব্বার, বি সি পাটিল, কে গোপালাইয়া, নারায়ণ গৌড়া এবং বালাসাহেব পাটিল| রাজভবনে ১০ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল বাজুভাই বালা|
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ ডিসেম্বর বিধানসভা উপ-নির্বাচনে সর্বাধিক সংখ্যক আসনে জয়লাভ করার পর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি| তারপর থেকে বহুদিন কেটে গিয়েছে, অবশেষে ৬ ফেব্রুয়ারি বি এস ইয়েদুরাপ্পা মন্ত্রিসভার সম্প্রসারণ হল|
2020-02-06