করোনা ভাইরাসের আতঙ্কে আপাতত স্থগিত হয়ে গেল ফালাকাটা বিধানসভা উপনির্বাচন (Falakata Bye Election)। গত অক্টোবর মাসে ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২০১১ ও ২০১৬ সালে দু’বার এই কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। তবে গত লোকসভা ভোটে বিজেপি (BJP) ২৭ হাজার ভোটে এগিয়ে। কিন্তু গত নভেম্বর মাসে কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুরের উপনির্বাচন জিতের মানসিকভাবে তৃণমূল (TMC) অনেকটা এগিয়ে গিয়েছিল। দু’পক্ষই প্রস্তুতি নিচ্ছিল উপনির্বাচনের জন্য।

শুক্রবার দিল্লির নির্বাচন কমিশনার জানিয়ে দেয়, করোনা ভাইরাস জন্য ফালাকাটা বিধানসভার উপনির্বাচন করে দেওয়া হচ্ছে। এমন ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সব পক্ষই। তৃণমূল ও বিজেপি যেমন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তেমনি প্রতিদ্বন্দ্বিতা করবে বাম-কংগ্রেস জোট প্রার্থী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে উপনির্বাচন সম্ভব নয় বলেই একমত সব রাজনৈতিক দল। তাই ফালাকাটা বিধানসভা উপনির্বাচন পিছিয়ে দেওয়া স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক পক্ষই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.