বুধবার কলকাতা আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

বুধবারেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক সারবে এই বেঞ্চ। এছাড়া বৈঠক করা হবে রাজনৈতিক দলের প্রতিনিধিদলের সঙ্গে ও জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও।

জানা গিয়েছে, আগামীকাল দুপুর বেলা কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। গুয়াহাটি থেকে উড়ে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের বাকি শীর্ষ আধিকারিকরা। বিমানবন্দর থেকেই সরাসরি তাঁরা ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করতে বৈঠকস্থলে পৌঁছবেন।

পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারও থাকছে দুটি বৈঠক। সকালে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের আধিকারিকদের।

উল্লেখ্য, কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের আগে জেলাশাসকদের বিস্তারিত রিপোর্ট তৈরি রাখতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

অতি সম্প্রতি বঙ্গ সফরে এসে সমস্ত রিপোর্ট নিয়ে গিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। পাশাপাশি জানিয়ে দিয়েছেন যে রাজ্যে ১০০ শতাংশ শান্তি ফিরলে তবেই হবে ভোট। পাশাপাশি উপ নির্বাচন কমিশনার কমিশনারের হুঁশিয়ারি, কর্তব্যে কোনও গাফিলতি থাকলে জেলাশাসক, পুলিশ সুপারদের মতো সরকারি আধিকারিকদের সরাসরি অপসারণ করা হবে। শো–কজের সুযোগও দেওয়া হবে না।

উল্লেখ্য, করোনার মধ্যে ভোট হওয়াতে এবারে নির্বাচন কমিশনের থাকছে অতিরিক্ত প্রস্তুতি। বাড়ানো হতে পারে নির্বাচনের পর্যায় সংখ্যাও। প্রশাসনিক সূত্রের খবর, রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন সংগঠিত করতে চাইছে কমিশন। কোভিড আবহে কমিশনের সিদ্ধান্ত, এ বার ভোটকেন্দ্রে সর্বাধিক ১০৫০ জন ভোটার থাকবেন। রাজ্যে বুথ রয়েছে ৭৮ হাজারের কিছু বেশি। প্রশাসনিক সূত্রের ধারণা, নতুন বিধিতে কমবেশি ২৯ হাজার বুথ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.