দলের সমস্ত কর্মী, নেতাদের উদ্দেশে অরবিন্দ কেজরিওয়ালের বার্তা, “২৪ ঘন্টা শুধু জনগণের সেবা করে যান।” শুক্রবার গুজরাটের সূরাটে আম আদমি পার্টি (আপ)-এর নেতা, কর্মী এবং সদ্য নির্বাচিত দলের কর্পোরেটদের উদ্দেশে কেজরিওয়াল বলেছেন, “কখনও কাউকে অপমান করবেন না, ২৪ ঘন্টা শুধু জনগণের সেবা করে যান।” শুক্রবার সকালেই গুজরাটের সুরাটে পৌঁছে যান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সেখানে পৌঁছে আপ-এর ভলেন্টিয়ার এবং সদ্য নির্বাচিত দলের কর্পোরেটদের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল।
কেজরিওয়াল এদিন সদ্য নির্বাচিত দলের কর্পোরেটদের উদ্দেশে বলেন, “ফলাফল ঘোষণার পর, বিগত দিনগুলিতে বিজেপি এবং কংগ্রেসের বক্তব্য আমি শুনছিলাম। তাঁরা বিচলিত, খানিকটা ভীতও বটে। আমাদের বুঝতে হবে তাঁরা আম আদমি পার্টি অথবা আপনাদের দেখে ভয় পায়নি, যাঁরা আপনাদের ভোট দিয়েছেন তাঁদের ভয় পেয়েছে বিজেপি ও কংগ্রেস।” কেজরিওয়াল বলেন, “বিজেপি এখানে ২৫ বছর ধরে কেন শাসন করছে? তাঁরা ভালো কিছু করছে, তার জন্য মোটেও নয়। অনেক ইস্যু রয়েছে। কংগ্রেসকে নিজেদের পকেটে ভরে রেখেছে বিজেপি। দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল ক্ষমতায় আসে, কিন্তু শুধুমাত্র একটি দল এখানে শাসন করছে।”কেজরিওয়াল এদিন বলেন, “আমরা ২৭, তাঁরা ৯৩। নম্বরে কিছু যায় আসে না, আমাদের এক-একজন দশ-দশজনের উপর ভারী পড়বে। সুরাটের জনগণ আপনাদের বিপক্ষের ভূমিকা দিয়েছে, তাঁদের একটাও ভুল কাজ করতে দেওয়া যাবে না।” দলের সকলকে অহংকার দূরে রাখা অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল। আপ সুপ্রিমো বলেন, “অনেক সময় জয়লাভের পর অহংকার চলে আসে, এমনটা কখনও হতে দেবেন না। কাউকে অপমান করবেন না, ২৪ ঘন্টা শুধু জনগণের সেবা করে যান।”
2021-02-26