বাংলায় শুরু হল বিজেপির প্রথম ভার্চুয়াল র্যালি। সেই ভার্চুয়াল র্যালিতে দিল্লির মঞ্চ থেকে উপস্থিত অমিত শাহ (Amit Shah), দেবশ্রী চৌধুরী (Debashree Chowdhury), বাবুল সুপ্রিয়র ((Babul Supriya)মতো হেভিওয়েট নেতারা। পশ্চিমবঙ্গের মঞ্চে হাজির রাহুল সিনহা, মুকুল রায়, দিলীপ ঘোষের মতো রাজ্যের শীর্ষ নেতৃত্ব।
সভায় সকলকে আমন্ত্রন জানিয়ে সভা শুরু করেন সায়ন্তন বসু । এরপরেই ১১ টার একটু পরেই বক্তব্য রাখতে শুরু করেন মুকুল রায় (Mukul Roy)। প্রধানমন্ত্রীর নোট বন্দি থেকে শুরু করে, সফল বিদেশ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মুকুল রায়। একই সঙ্গে অমিত শাহেরও নেতৃত্বের প্রশংসা করেন মুকুল রায়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া দ্বারা এই ভার্চুয়াল সভা নিয়ে জোরদার প্রচার চালিয়েছে বিজেপির আইটিসেল।
সোমবার এই র্যালি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)বলেছিলেন, এই সমাবেশ এই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে।। দিলীপ ঘোষের দাবি, এই ভার্চুয়াল র্যালি বিশ্ব রেকর্ড গড়বে।
মনে করা হচ্ছে, রাজ্যে রেশন দুর্নীতি, ঘূর্ণিঝড় আমফানের পর পরিস্থিতি মোকাবিলা, পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ শানাবেন অমিত শাহ।