ভোটে রক্তাক্ত মুর্শিদাবাদ, কোচবিহার, মালদহ, দুই ২৪ পরগনা, হুগলি, হত পাঁচ, জখম বহু

পঞ্চায়েত ভোটের দিনও প্রাণহানি ঘটল রাজ্যে। মুর্শিদাবাদে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও উত্তেজনা ছড়িয়েছে। চকমরিচায় দুই আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। কোচবিহারের সিতাইয়ে বুথে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। পোড়ানো হয় ব্যালট পেপার। ওই জেলার ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বিজেপির এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে। মালদহের মানিকচকে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রক্তপাত, সংঘর্ষ, বোমাবাজি, প্রাণহানির ঘটনা ঘটেছে রাজ্যে। নির্বাচনের দিনও সেই ছবি বদলাল না।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৯:৫২ key status

নিহত সিপিএম কর্মী

পূর্ব বর্ধমানের আউশগ্রামে দু’নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের সাত নম্বর বুথে তৃণমূল এবং সিপিএমের সংঘর্ষে জখম হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল হক। তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শারীরিক অবস্থান অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। 

photo of Panchayat election clash

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৯:৪৪ key status

উত্তর ২৪ পরগনায় ‘আক্রান্ত’ নির্দল সমর্থক

উত্তর ২৪ পরগনার কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় নির্দল সমর্থক আবদুল্লা আলিকে মারধরের অভিযোগ উঠেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাতে নির্দলদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৯:৩৬ key status

মালদহে জখম চার তৃণমূল কর্মী

মালদহের পুকুরিয়া থানার সম্বলপুরে তৃণমূল এবং  নির্দল, জোট প্রার্থীদের মধ্যে বোমাবাজি। সংঘর্ষের ঘটনায় জখম চার তৃণমূল কর্মী।

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৯:১৮ key status

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ মহিলা ভোটার

ভোটের সকাল থেকেই তেতে রয়েছে মুর্শিদাবাদ। শমসেরগঞ্জের তেজপুর এলাকায় এক মহিলা ভোটার গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। গুলিবিদ্ধ রেহেনা পরভিনকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৯:১৫ key status

বাঁকুড়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ

বাঁকুড়ার সোনামুখী ব্লকের আমশোল প্রাথমিক বিদ্যালয় বুথে সিপিএম এবং তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষ। জখম হয়েছেন দু’পক্ষের ১৬ জন। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৯:১২ key status

ভাঙড়ে ‘আক্রান্ত’ তৃণমূল নেতা

ভাঙড় দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রার্থীর স্বামী রশিদ মোল্লাকে মারধর করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মারধরে তাঁর মাথা ফেটেছে বলে দাবি। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৯:০৯ key status

কোচবিহারে ‘খুন’ বিজেপির এজেন্ট

কোচবিহার দক্ষিণ বিধানসভা ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ। মাধব বিশ্বাস নামে বিজেপির এক এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। প্রার্থী বোমের আঘাতে জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৮:৫৮ key status

মালদহে নিহত তৃণমূল কর্মী

মালদহের মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। সংঘর্ষের ঘটনায় জখম আট জন। 

ঘটনাস্থলে পুলিশ।

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৮:৪৩ key status

বীরভূমে ‘মাথা ফাটল’ তৃণমূল কর্মীর

বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার বাবুইজোর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর বুথে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল নির্দলের বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী এবং বেশ কয়েয়জন ভোটার। ঘটনাস্থলে পুলিশের বাহিনী। সিউড়ির খটঙ্গা এলাকায় একটি রাস্তার ধার থেকে উদ্ধার বস্তায় বন্দি তাজা বোমা।  

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৮:২৯ key status

মুর্শিদাবাদে তৃণমূল কর্মী ‘খুন’

ভোটের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদ। বেলডাঙা দু’নম্বর ব্লকের রেজিনগর থানার নাজিরপুরে ইয়াসিন শেখ নামে তৃণমূলের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা। রানিনগরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে কমপক্ষে ২৪ জন জখম হয়েছেন বলে দাবি। রানিনগরের হূর্সি অঞ্চলে সিপিএম সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। ডোমকলে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। খড়গ্রামে তৃণমূল কর্মী শাহাবুদ্দিন শেখকে খুনের অভিযোগ। ডোমকলের কুশিবাড়িয়ায়  দুই তৃণমূল কর্মী এবং এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ বলে দাবি। শমসেরগঞ্জে তৃণমূল কর্মী আফতাব শেখ গুলিবিদ্ধ বলে অভিযোগ। 

 তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “মুর্শিদাবাদে এখনও পর্যন্ত আমাদের তিন জন কর্মী নিহত হয়েছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং যেখানে যেখানে সম্ভব আইএসএফ সম্মিলিতভাবে তৃণমূলের উপর হামলা চালাচ্ছে।”

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৮:২৪ key status

নন্দীগ্রামে উত্তেজনা

পূর্ব মেদিনীপুর জেলার বহু বুথে কেন্দ্রীয় বাহিনী নেই বলে অভিযোগ। এর জেরে একের পর এক বুথে তালা ঝুলিয়ে ভোট বন্ধ করে বিক্ষোভ চলছে।নন্দীগ্রামের তারাচাঁদবাড় বুথে ভোট বন্ধ রয়েছে দীর্ঘ সময়। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকে শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়গেছিয়া ১৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটকেন্দ্রে তালা ঝোলালেন স্থানীয়রা। বেশ কিছু সময় পর কেন্দ্রীয় বাহিনী আসায় তালা খুলে শুরু হয় ভোটগ্রহণ। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৮:০৫ key status

তারকেশ্বরে গুলিবিদ্ধ নির্দল প্রার্থীর কন্যা

হুগলির তারকেশ্বরে নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকায় নির্দল প্রার্থী পিন্টু সিংহের পুত্রকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই গুলি লাগে প্রার্থীর কন্যা চন্দনা সিংহের মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাঁর কন্যা। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী দীপ হাঁসদা। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৮:০৩ key status

ভাঙড়ে গুলিবিদ্ধ আইএসএফ কর্মী

ভাঙড়ের  চকমরিচকে ১৬৪ নং বুথে আইএসএফ -তৃণমূল সংঘর্ষ। দু’জন আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৭:৫৫ key status

মালদহে বোমাবাজির অভিযোগ

মালদহের মানিকচকে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জিশারদ টোলা এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৭:৪৩ key status

আরামবাগে চলল গুলি

হুগলির আরামবাগের আড়ান্ডি এক নম্বর অঞ্চলের সাতমাসায় গুলি চালানোর অভিযোগ উঠল। এক যুবকের পায়ে গুলি লেগে বেরিয়ে যায়। আক্রান্ত যুবক কায়েমউদ্দিন মল্লিক। তিনি নির্দল প্রার্থীর সমর্থক। অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ওই এলাকায় বোমাবাজিতে তৃণমূল নেতা সোহরাব হোসেনের পুত্র জামির হোসেন আক্রান্ত হয়েছেন বলে দাবি। তৃণমুল নেতা স্বপন নন্দীর অভিযোগ,নির্দলের লোকজন তাণ্ডব চালিয়েছেন। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৭:২৬ key status

সিপিএম-তৃণমূল সংঘর্ষ

মুর্শিদাবাদের রানিনগরে সিপিএম এবং তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষ। জখম হয়েছেন কমপক্ষে ২৪ জন। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৭:২১ key status

বুথে আগুন লাগানোর অভিযোগ

কোচবিহারের সিতাই বিধানসভার এক নম্বর ব্লকের ৬/১৩০ বড়ভিট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথের মধ্যে আগুন লাগানোর অভিযোগ উঠল। অভিযোগ, ভাঙচুর করা হয় ভোটগ্রহণ কেন্দ্রে। ব্যালট পেপার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তাতে।

সিতাইয়ের বুথে তাণ্ডব।

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৭:০৬ key status

নির্বিঘ্নেই ভোট শুরু নন্দীগ্রামে

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দনায়েকবাড় বুথে নির্বিঘ্নেই শুরু ভোটগ্রহণ। এখানে ভোট দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বুথে ভোট দিতে যাবেন শুভেন্দু। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৭:০০ key status

অশান্তির আবহে শুরু হল ভোটগ্রহণ

রাজ্যে অশান্তির আবহে শুরু হল ভোটগ্রহণ। পঞ্চায়েত নির্বাচন ঘিরে জেলায় জেলায় উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী, পুলিশের নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট দেখতে নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পশ্চিম মেদিনীপুরের একটি বুথে ভোটারদের লাইন।

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ০৬:৫৮ key status

ডায়মন্ড হারবারে ‘আক্রান্ত’ সিপিএম

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে বাসুলডাঙা অঞ্চলের ১৭১ এবং ১৭২ বুথে সিপিএম এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.