বিধানসভা ভোটের দামামা বাজার আগেই জেলা স্তরের কর্মীদের সরাসরি বার্তা দিতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতেই তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। শনিবার দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গে ঠাসা কর্মসূচির পর ওই দিনই তিনি দিল্লি ফিরে যাবেন।
সফরের নির্ঘণ্ট ও রাত্রিবাস
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী:
- শুক্রবার: রাত ৮টা ০৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। রাতে তিনি নিউ টাউনের একটি হোটেলে থাকবেন।
- সম্ভাব্য বৈঠক: শুক্রবার রাতে কোনো প্রকাশ্য কর্মসূচি না থাকলেও, হোটেলের রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে শাহ জরুরি আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর।
শনিবারের কর্মসূচি: দক্ষিণ ও উত্তরবঙ্গ
শনিবার সকালে দক্ষিণবঙ্গ এবং বিকেলে উত্তরবঙ্গের সাংগঠনিক জেলাগুলিকে নিয়ে সভা করবেন শাহ।
| সময় | স্থান | সংশ্লিষ্ট সাংগঠনিক জেলাসমূহ |
| সকাল ১১:১০ | আনন্দপুরী মাঠ, ব্যারাকপুর | বনগাঁ, বসিরহাট, বারাসত এবং ব্যারাকপুর |
| বিকেল ৩:৩০ | এয়ারফোর্স ময়দান, শিলিগুড়ি | শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার |
সাংগঠনিক প্রস্তুতি ও রণকৌশল
ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে গত মাসে কলকাতার ধাঁচেই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকেই কর্মীদের জন্য মাঠের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। অন্যদিকে, বাগডোগরা বিমানবন্দরের অদূরে শিলিগুড়ির কর্মী সম্মেলনে উত্তরবঙ্গের পাঁচটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলার প্রতিনিধিত্ব থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঠিক এক মাস আগে (২০২৫-এর ৩০ ও ৩১ ডিসেম্বর) শাহ রাজ্য সফরে এসেছিলেন। জানুয়ারির শেষার্ধে ফের তাঁর এই সফর প্রমাণ করে যে, ভোট ঘোষণার আগেই নিচুতলার কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই সফরের ফাঁকে রাজ্যের নির্বাচনী রণকৌশল ও বুথ স্তরের প্রস্তুতি নিয়েও তিনি বিশেষ নির্দেশনা দিতে পারেন।
শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

