পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুনারপুর এলাকায় চন্দন দাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূলের হামলার অভিযোগ উঠেছিল। শুক্রবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল দেখা করলেন বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে।
ওই বিজেপি কর্মীর ঘরে ভাঙ্গচুর চালানো হয় বলে অভিযোগ। ওই গ্রামে থাকা একটি সরকারি সাবমার্সিবলের পাইপ ভেঙ্গে দেওয়া ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ ওঠে। অগ্নিমিত্রা পাল বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।