৬৫ বছরের বেশি নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে বাম, কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। বিরোধীরা যখন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন ঠিক সেই সময় নির্বাচন কমিশনের প্রশংসা করল প্রবীণ নাগরিকদের সংগঠন। এমনকি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর হিউম্যান ডেভেলপমেন্টে (IFHD) চিঠি লিখে নিজেদের মতও প্রকাশ করল প্রবীণ নাগরিকদের একাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনকে, আইএফএইচডি’র সভাপতি ডঃ রাও ভিবিজে চেলিকানী চিঠি লিখে জানিয়েছেন, ভারতে প্রতি বছর ১০ শতাংশ হারে প্রবীণ নাগরিকের সংখ্যা বাড়ছে। নতুন এই প্রক্রিয়া আরও প্রবীণ নাগরিকদের ভোটগ্রহণে উৎসাহিত করবে। তাই শুধুমাত্র বিহার নির্বাচন নয়, অন্য যেকোনও নির্বাচনেও পোস্টাল ব্যালট ব্যবহার করা উচিত জানাচ্ছেন প্রবীণ নাগরিকদের এই সংগঠন।
প্রসঙ্গত, এর আগে ৮০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ হত। ফলে নতুন এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু রাজনৈতিক দল আপত্তি জানায়। তাদের যুক্তি, এতে করে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ হতে পারে। ভালোভাবে লক্ষ্য করলে কে কোথায় ভোট দিচ্ছেন তাও নির্ণয় করা সম্ভব এই প্রক্রিয়ায়।