মধ্যপ্রদেশে সদ্য সমাপ্ত বিধানসভা উপ-নির্বাচনে দারুণ ফল করেছে বিজেপি। মধ্যপ্রদেশের ২৮টি আসনের উপ-নির্বাচনে ১৯টি আসনে জয়লাভ করেছে বিজেপি। এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাই আর সময় নষ্ট করতে চাইছেন না তিনি। পুরোপুরি মন দিতে চাইছেন জনগণের প্রত্যাশা ও আকাঙ্খা পূরণের দিকে। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ভোপালে ভার্চুয়ালি ‘আত্মনির্ভর মধ্যপ্রদেশ, ২০২৩-এর রোডম্যাপ’-র সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতি আয়োগের সাফ এগজিকিউটিভ অফিসার অমিতাভ কান্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠানের ফাঁকেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘উপ-নির্বাচনে ঐতিহাসিক রায়ের পর, সময় নষ্ট না করে জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করতে হবে আমাদের।’ ‘আত্মনির্ভর মধ্যপ্রদেশ, ২০২৩-এর রোডম্যাপ’ প্রসঙ্গে শিবরাজ বলেন, রাস্তা, বিদ্যুৎ এবং জল সরবরাহ করাই এই রোডম্যাপের মূল লক্ষ্য। ন্যায়বিচার পাবেন দরিদ্র জনতা। পর্যটন বিকাশেও বিশেষ ধ্যান দেওয়া হবে। আত্মনির্ভর ভারত ভিশনে এটাই আমাদের প্রয়াস।’ শিবরাজ এদিন বলেন, ‘২০২৩ সালের আগে মধ্যপ্রদেশে সড়কে গর্ত ছিল নাকি গর্তের মধ্যে রাস্তা, তা বোঝাই মুশকিল ছিল। আমরা তার থেকে এগিয়ে গিয়েছি। অবকাঠামোগত দিক দিয়ে আমরা দেশের মধ্যে সেরা রাজ্যে উন্নীত হব।’
2020-11-12