করোনা মহামারীর প্রকোপের সময়েও পাকিস্তানের (Pakistan) সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার অব্যাহত। এর আগে রেশন না দেওয়ার ঘটনা তো ছিলই, এবার জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার ঘটনা ঘটলো পাকিস্তানে। করাচীর হিন্দু বাসিন্দা বসন্ত কুমার ও তাঁর মাকে জোর করে কলমা পড়িয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হলো। ঘটনা গত ১২ই এপ্রিল তারিখের। ধর্মান্তরিত বসন্ত কুমারের ভাই একটি ভিডিওতে মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়েছেন।
ঘটনার সূত্রপাত ১২ ই এপ্রিলের আগের। ঘটনার কয়েকদিন আগেই বসন্ত কুমারের প্রতিবেশী মাওলানা ওসমান এবং মাওলানা শাহিদ আশেপাশের মুসলিমদের ডেকে নিয়ে তাদের বাড়ির ছাদে নামাজ পড়ছিলেন। নিজের বাড়ির ছাদে নামাজ পড়ার প্রতিবাদ করেছিলেন বসন্ত কুমার (Vasant Kumar)। তা নিয়ে একপ্রস্থ বচসা হয় দুপক্ষের। অভিযোগ , এই ঘটনার কয়েকদিন পরেই মাওলানা ওসমান এবং দলবল বসন্ত কুমারের বাড়িতে আসে। তাকে ইসলাম গ্রহণ করার জন্য চাপ দিতে থাকে। রাজি না হওয়ায় বসন্ত এবং তাঁর বৃদ্ধা মাকে মারধর করা হয়। তাতে রাজি না হলে প্রাণে মারার ভয় দেখানো হয়। বাধ্য হয়ে কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন বসন্ত কুমার। বসন্ত কুমারের ভাই পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিসে অভিযোগ দায়ের করার সাহস পাননি তাঁরা।