‘ওয়ান নেশন ওয়ান বোর্ড’ ৬-১৪ বছরের ছাত্রছাত্রীদের মধ্যে চালুর দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি (BJP) নেতা বিশিষ্ট আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়। জনস্বার্থ মামলার আবেদনে বলা হয়েছে, দেশের সমস্ত শিক্ষা বোর্ডকে একত্রিত করে ‘ওয়ান নেশন এডুকেশন বোর্ড’ গড়ার। অনুচ্ছেদ ২১-এ-তে ওর জন্য বিনামূল্য দেশের মানুষের শিক্ষা দেওয়ার কথা বলা রয়েছে।
এই জনস্বার্থ মামলার আবেদনে আরও বলা হয়েছে, ‘ওয়ান নেশন ওয়ান এডুকেশন বোর্ড’ শিক্ষা ব্যবস্থায় প্রয়োগ করা হলে রাজ্য তথা কেন্দ্রীয় বোর্ডগুলির সংবিধানের অনুচ্ছেদ ২১ পালন করা সম্ভব হবে। এমন অভিন্ন শিক্ষা ব্যবস্থার হলে তবেই দেশে প্রকৃত শিক্ষার প্রসার করা যাবে বলে ওই আইনজীবী নিজের আবেদনে দাবি করেছেন।