বিশাখাপত্তনমে রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিকেজ, শিশু-সহ মৃত্যু ৯ জনের

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনম (Visakhapatnam) জেলায় রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিকেজের জেরে, বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে প্রাণ হারালেন একটি শিশু-সহ ৯ জন। বৃহস্পতিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ বিশাখাপত্তনমের গোপালাপটনমের আর আর ভেঙ্কটপুরম গ্রামে অবস্থিত এল জি পলিমার্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এ বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ে। দেশজুড়ে লকডাউনের কারণে বন্ধ ছিল ওই প্ল্যান্ট। বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ৮০০ জন গ্রামবাসী। প্রত্যেককে গোপালাপটনম এবং কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ৯ জনের মধ্যে ৬ বছর বয়সী একটি বালিকাও রয়েছে। মৃত্যু হয়েছে প্রচুর গবাদি পশুর


গ্রামবাসীরা জানিয়েছেন, ভোররাত ২.৩০ মিনিট থেকে তিনটের মধ্যে এল জি পলিমার্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্ল্যান্টে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন আর আর ভেঙ্কটপুরম, পদ্মাপুরম, বি সি কলোনি এবং কম্পরাপালেম গ্রামের বাসিন্দারা।কমিশনার অফ পুলিশ রাজীব কুমার মীনা জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ১০০ থেকে ২০০ জনকে কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্ল্যান্টে স্টাইরিন গ্যাস লিকেজের কারণেই এই বিপত্তি। স্টাইরিন এক ধরনের নিউরো-টক্সিন এবং ১০ মিনিটের মধ্যেই মৃত্যু হয়। আর আর ভেঙ্কটপুরম গ্রাম-সহ পাঁচটি গ্রামের বাসিন্দারা চোখে জ্বালা অনুভব করতে থাকেন, শ্বাসকষ্টও অনুভব করতে থাকেন তাঁরা। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও এম্বুলেন্স। জেলা মেডিক্যাল ও স্বাস্থ্য অফিসার জানিয়েছেন, আর আর ভেঙ্কটপুরম গ্রামে অবস্থিত এল জি পলিমার্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় শিশু-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন প্রচুর মানুষ। কীভাবে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে।


অন্ধ্রপ্রদেশের ডিজিপি ডি জি স্বয়ং জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে, পালানোর সময় কুয়োয় পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। লকডাউনের জন্য ওই প্ল্যান্ট বন্ধ ছিল। কমিশনার অফ পুলিশ রাজীব কুমার মীনা আরও জানিয়েছেন, গ্যাস ছড়ানো বন্ধ করা সম্ভব হয়েছে। ১-১.৫ কিলোমিটার পর্যন্ত গ্যাস ছড়িয়ে পড়ে, গন্ধ পাওয়া যায় ২-২.৫ কিলোমিটার পর্যন্ত। এফআইআর রুজু করা হয়েছে।
ডিজিপি দামোদর গৌতম সওয়াং জানিয়েছেন, গ্যাস লিকেজ আসলে দুর্ঘটনা। সমস্ত প্রোটোকল মানা হয়েছিল। তদন্ত চলছে। একমাত্র প্রতিষেধক হল প্রচুর পরিমানে জল খাওয়া। প্রায় ৮০০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অনেককেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিশাখাপত্তনম জেলা মেডিক্যাল ও স্বাস্থ্য অফিসার তিরুমালা রাও জানিয়েছেন, গ্যাস লিকেজে ৯ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৩০০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
গ্যাস লিকেজের ঘটনায় দুঃখিত রাষ্ট্রপতিরামনাথ কোবিন্দ

বিশাখাপত্তনমের কাছে প্ল্যান্টে গ্যাস লিকেজের খবর পেয়ে দুঃখিত। অনেকের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। প্রত্যেকের সুস্থতা কামনা করছি, আহতদের আরোগ্য কামনা করছি।
প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
গ্যাস লিকেজের খবর পাওয়া মাত্রই স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় বিপর্যয় ব্যাবস্থাপনা অথরিটির আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রত্যেকের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। 
উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহগ্যাস লিকেজের ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বিশাখাপত্তনমের ঘটনা বিরক্তিকর। এনডিএমএ আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। বিশাখাপত্তনমের মানুষের মঙ্গল কামনা করছি।
গ্যাস লিকেজের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিমুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বিশাখাপত্তনমে গ্যাস লিকেজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাণহানি রুখতে সম্ভাব্য সমস্ত ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। খবর পাওয়ার পরই বিশাখাপত্তনমে উদ্দেশে রওনা হন রেড্ডি। সেখানে গিয়ে কিং জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। 
গ্যাস লিকেজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপালঅন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দ্রণ দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, গ্যাস লিকেজের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এছাড়াও বিশাখাপত্তনম রেড ক্রস ইউনিটকে মেডিক্যাল ক্যাম্প বসানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
জে পি নাড্ডা (JP Nadda) ব্যথিতবিশাখাপত্তনমে গ্যাস লিকেজের ঘটনায় ব্যথিত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নাড্ডা টুইট করে লিখেছেন, ভাইজাগ গ্যাস লিকেজের বিষয়ে জানতে পেরে ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। প্রত্যেকের সুস্থতা কামনা করি। প্রশাসনের সঙ্গে সহযোগিতা প্রদান করার জন্য দলীয় কর্মীদের কাছে অনুরোধ করছি।
গ্যাস লিকেজের ঘটনায় অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রকে নোটিশগ্যাস লিকেজের ঘটনায় অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.