অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh) এখনও পর্যন্ত ৪০ জন শিশু করোনা ভাইরাসে (Corona virus) আক্রান্ত হয়েছেন বলে খবর। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে আক্রান্ত শিশুরা সকলেই তাবলীগ জামাত সদস্যদের পরিবারের সদস্য। তাবলীগ জামাতিরা (Tabligh Jamais) শুধু অন্যদের নয়, নিজেদের পরিবারের শিশুদেরকেও সংক্রামিত করেছেন।
এখনও পর্যন্ত অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh) করোনা আক্রান্তের সংখ্যা ৪৭৫ এর বেশি। এই সকল আক্রান্তের চিকিৎসা চলছে বিশেষভাবে সজ্জিত হাসপাতালে। কিন্তু দিল্লীর নিজামুদ্দিন মার্কাজ থেকে ফেরা তাবলীগ জামাত সদস্যরা নিজেরদের অজান্তেই তাঁরা তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। বাদ যায়নি নিজেদের পরিবারের শিশুরাও। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে তাবলীগ জামাত সদস্যরা শুধু নিজেদের বাড়ির শিশুদের নয়, বাড়ির মহিলাদেরকেও সংক্রামিত করেছেন। রাজ্যে করোনা আক্রান্ত মহিলাদের বেশিরভাগই তাবলীগ জামাত সদস্যদের মা, স্ত্রী কিংবা পরিবারের অন্য কোনো মহিলা সদস্য। তাবলীগ জামাতের সম্মেলন ফেরতরা রাজ্যে না এলে, অন্ধ্র প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা খুবই কম থাকতো। একই সুর পাওয়া গিয়েছে অন্ধ্র প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কে নারায়ণস্বামীর কথায়। তিনি বলেছেন যে নিজামুদ্দিন ফেরত তাবলীগ জামাত সদস্যদের কারণে তাঁর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।