৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। ওই দিন ভূমি পূজার মাধ্যমে ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ২০০ জনের বেশি বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন। মন্দিরের ভূমি পূজা উপলক্ষে সেজে উঠেছে পুরো অযোধ্যা শহর। ভগবান রামের বিভিন্ন কাহিনী তুলে ধরে ইতিমধ্যে অযোধ্যাকে পোস্টার, ফেস্টুন, রকমারি আলো দিয়ে সাজানো হয়েছে। রামলীলার ছবি ফুটে উঠেছে শহরের উড়ালপুলগুলিতে।
করোনা ভাইরাস সংক্রমণকালে এই জাঁকজমকপূর্ন অনুষ্ঠান ও রাম মন্দিরের ভূমিপূজা নিয়ে অনেকেই বিরোধিতা করছেন। কিন্তু রাম মন্দির ট্রাস্ট সেসবে আমল দিতে নারাজ। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ওইদিনই ভূমিপূজা হবে বলে আগেই জানিয়ে দিয়েছেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে, ৫ আগস্ট সকাল ১১টা থেকে ভূমি পূজার অনুষ্ঠান শুরু হবে। ট্রাস্ট একটি সময়সূচির নির্ধারণ করেছেন। সময়সূচি অনুসারে বলা হয়েছে-
১) প্রধানমন্ত্রী মোদী সাকেত বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন। সেখান থেকে ১১:৩০ মিনিটে রাম মন্দির কমপ্লেক্সে আসবেন।
২) ১ ঘন্টার বেশি সময় ধরে ভূমি পূজার অনুষ্ঠান হবে এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
৩) করোনা ভাইরাস সংক্রমণের জন্য ২০০ জন অতিথিকে ভাগ ভাগ করে বসানো হবে। প্রতিটি ভাগে ৫০ জন থাকবেন।
৪) সাধু, সন্ন্যাসী, রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্দির আন্দোলনের কর্মী ও অন্যান্য অতিথিদের জন্য আলাদা আলাদা ভাবে বসার ব্যবস্থা করা হবে।
৫) একটি বিভাগে থাকবেন প্রধানমন্ত্রী মোদী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর জোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো প্রথম সারির নেতারা।
৬) এই অনুষ্ঠানের পরিচালনা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথ।
৭) পুরো শহরকে আলো দিয়ে সাজানো হবে এবং শহরের বিভিন্ন প্রান্তে ১২টি আলোর দরজা থাকবে।
৮) এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখার জন্য শহরের বিভিন্ন প্রান্তে এলইডি স্ক্রিন লাগানো থাকবে।
৯) করোনা সংক্রমণের কথা মাথায় রেখে তিনদিন ধরে ৪০০০ লোককে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রাখা হবে।
রাম মন্দির নির্মাণের জন্য গোটা দেশজুড়ে প্রচার শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি ও জল ভূমি পুজোর দিন অযোধ্যায় নিয়ে যাওয়া হবে। ১৬১ ফুট উঁচু মন্দির তৈরি করতে আনুমানিক খরচ ধরা হয়েছে ৩২৬ কোটি টাকা। মন্দির নির্মাণের জন্য এই অর্থ রাম ভক্তদের কাছ থেকে নেওয়া হবে। আধ্যাত্মিক নেতা মরারি বাপু ইতিমধ্যে ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।