পাকিস্তানে শিখ খেদানোর পক্ষে চড়ছে সুর,নানকানা সাহিবের নাম পরিবর্তনের হুমকি পাকিস্তানি মুসলিম বিক্ষোভকারীদের

পাকিস্তানে শিখ খেদানোর পক্ষে চড়ছে সুর,নানকানা সাহিবের নাম পরিবর্তনের হুমকি পাকিস্তানি মুসলিম বিক্ষোভকারীদের

শুক্রবারের পর শনিবারো অব্যাহত বিক্ষোভ | পাকিস্তানের নানকানা সাহিব প্রদেশের গুরু নানকজির জন্মস্থানের তৈরি হওয়া গুরুদ্বারার মূল ফটক আটকে একদল উন্মত্ত কট্টরপন্থী মুসলমান চেঁচিয়ে শাসাচ্ছেন পাকিস্তানের শিখ সম্প্রদায়ের মানুষকে | কি বলছেন ? বলছেন,আমি যদি সাচ্চা মুসলমান হই,তবে এই জায়গার নাম আমি বদলে দেব |

নানকানা সাহিব নয়,নতুন নাম হবে গুলাম-এ-মুস্তাফা | আর কোন গুরুদ্বারা এখানে থাকবে না | মসজিদ হবে এখানে | তাতে আমার প্রাণ গেলেও ভালো | ওই জমায়েতে তার আশপাশে দেখা যাচ্ছে খুদে বিক্ষুব্ধদেরও | সোশ্যাল ভাইরাল হওয়া এই ছবি দেখে আঁতকে উঠছেন ভারত ও বিস্তীর্ণ প্রান্তের শিখ সম্প্রদায়ের মানুষ | একমাত্র পাকিস্তানের প্রশাসন ছাড়া |

তাদের পুলিশ ও প্রশাসনের কোন হেলদোল নেই | উত্তেজনা প্রশমনের পথে তারা হাঁটেননি | কর্ণপাত করেননি ভারতের বিদেশ মন্ত্রকের থেকে দেওয়া বিবৃতিতেও | শুক্রবার এই ঘটনা জানার পরই বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে পাকিস্তান সরকারের হস্তক্ষেপ দাবি করে |

কিন্তু শনিবার মুসলিম বিক্ষোভকারীদের শাসানির তীব্রতা বাড়লেও কোন পদক্ষেপ করেনি পুলিশ বা প্রশাসন | ফলে বিজেপি দিল্লিতে পাকিস্তান হাইকমিশনার কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সংঘটিত করতে চলেছেন | আশা তাতে যদি পাকিস্তান প্রশাসনের হুঁশ ফেরে |

প্রসঙ্গত, শুক্রবার ওই একই জায়গার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল| যেখানে প্রকাশ্যে এই ব্যক্তিকে বলতে শওনা যায়,পাকিস্তানে একজন শিখকেও থাকতে দেব না | আমি আসছি |অবশ্য মোদি বিরোধীতায় সরব বামেদের এখনও এই নিয়ে কোনো প্রতিবাদ চোখে পড়েনি |পাকিস্তানে সংখ্যালঘু সম্প্র্দায়ের অস্তিত্ব রক্ষার এই চরম পরিণতি দেখার পরও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.