অযোধ্যা মামলার রায় নিয়ে পুনর্বিবেচনার আবেদন করার কথা ভেবেছিল সুন্নি ওয়াকফ বোর্ড। কিন্তু তার থেকে এক কদম পিছিয়ে এল বোর্ড। শীর্ষ আদালতের রায়কে মাথা পেতে নিলো বোর্ড বলে জানান বোর্ডের চেয়ারম্যান।
শেষ পর্যন্ত পিছিয়ে এল সুন্নি ওয়াকফ বোর্ড। শনিবার সকালে অযোধ্যা মামলার রায় শোনার পর অসন্তোষ প্রকাশ করেছিল সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরিয়া জিলানি।
এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে পুনর্বিবেচনার আবেদন করার কথাও তিনি বলেছিলেন। কিন্তু দুপুর পেরোতেই বিকেলে বদলে গেল ওয়াকফ বোর্ডের মত।
উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকি সংবাদমাধ্যমকে জানান, অযোধ্যা মামলায় দেশের শীর্ষ আদালতের রায়কে সম্মান জানাচ্ছি। রায় মাথা পেতে নিচ্ছে বোর্ড। উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ওই রায় পুনর্বিবেচনার আবেদন করবে না।
বোর্ডের আইনজীবী শাহিদ রিজভীও একই কথা বলেছেন। আর এর থেকে স্পষ্ট হলো যে অযোধ্যা মামলা আর কোন নতুন জটিলতার দিকে এগোচ্ছে না।
রায় বেরোনোর পর সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জিলানি বলেছিলেন, সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে বলছি, এই রায় সন্তোষজনক নয়। এই রায় একাধিক বিষয়ে স্ববিরোধী। বোর্ড যদি রাজি হয় তাহলে এই রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে সুপ্রিম কোর্টে। এটা আমাদের অধিকার।
অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি নিয়ে এতদিন ধরে যে মামলা চলছিল সেই জমি রাম জন্মভূমি ন্যাসকে তুলে দেওয়া হয়। অন্যদিকে অযোধ্যার মধ্যেই মসজিদ তৈরীর জন্য ৫ একর বিকল্প জমির দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।