মুম্বাইয়ের বিশেষ আদালত জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশীট জমা নিয়েছে। ১৯ জুন পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জাকির নায়েক ও অন্যান্যদের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা দায়ের করেছিল।
এএনআই
মুম্বাইয়ের বিশেষ আদালত জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশীট জমা নিয়েছে। ১৯ জুন পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জাকির নায়েক ও অন্যান্যদের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা দায়ের করেছিল।
এএনআই
Special Court in Mumbai has taken cognizance of the offence against Zakir Naik. Court accepted the chargesheet and fixed 19th June for hearing of the case. Enforcement Directorate had registered a money laundering case against Naik and others (file pic) pic.twitter.com/ziT45q71yG
— ANI (@ANI) June 3, 2019
Designed using Magazine Hoot. Powered by WordPress.