দেশে নতুন সরকার ক্ষমতায় আসার সাথে সাথে একশন শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদী পুনরায় পূর্নবহুমত পেয়ে ক্ষমতায় এসেছে যা নিশ্চিত করেছে যে দেশের মানুষ এই সরকারের উপর আস্থা রেখেছে। তাই এখন মোদী ২.০ সরকার একের পর এক প্রস্তাব পাশ করানোর কাজে নেমে পড়েছে। হিন্দু ভোটের উপর ভিত্তি করে বিজেপি জয়লাভ করলেও সরকার মুসলিমদেরকেও সুবিধা থেকে বঞ্চিত করতে রাজি নয়। কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর সরকার মুসলিমদের জন্য বড় উপহার ঘোষণা করেছে। কিছুদিন আগেই দেশজুড়ে মুসলিমদের ঈদ পালন হয়েছিল। আর সেই সময়ে নরেন্দ্র মোদীর সরকার বড় উপহার ঘোষণা করেছিল।
ঘোষণা অনুযায়ী, ৫ কোটি মুসলিম ছাত্র ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হবে। অবশ্য অনেকে এই সিদ্ধান্তের বিরোধ জানিয়ে ছিল। অনেকের দাবি আর্থিক দিক বিচার করে স্কলারশিপ দেওয়া উচিত, মুসলিম বলে স্কলারশিপ দেওয়ার অর্থ মুসলিম ভোট ব্যাঙ্ক তৈরি করা। মোদী সরকারের এই বিতর্কিত ঘোষণার রেশ কাটতে না কাটতেই এখন যোগী সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। তবে যোগী সরকারের সিদ্ধান্ত একটু অন্য রকমের। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মাদ্রাসাগুলির কট্টরতার উপর আরো একবার প্রহার করেছেন। যোগী সরকার মাদ্রাসায় শিক্ষক নিযুক্তকরণ ও পঠনপাঠনের উপর বিশেষ নজর দিয়েছে।
যোগী আদিত্যনাথের নেতৃত্বে মাদ্রাসায় শিক্ষক নিযুক্তিকরণের উপর জোর পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, মাদ্রাসাতে যারা বিজ্ঞান ও গণিত পড়াবেন তাদেরকে উর্দু জানার প্রয়োজন নেই। এতদিন তাদেরকেই নিযুক্ত করা হতো যারা উর্দু জানে। এখন যোগী সরকার চাইছে উর্দু অনিবার্য বিষয়টিকে উঠিয়ে দিতে। একইসাথে মাদ্রাসাতে NCRT পাঠ্যক্রম লাগু করার কথা বলা হয়েছে। জানিয়ে দি, এর আগে যোগী সরকার মাদ্রাসাগুলিকে অনলাইন রেজিস্ট্রেশনের সাথে জুড়েছিল যার ফলে বহু ভুয়ো মাদ্রাসাতে সরকারি টাকার অপচয় বন্ধ হয়েছে। আর এখন যোগী সরকার উর্দূ ভাষাকে অনিবার্য করার বিষয়কে মুছে ফেলার দিকে অগ্রসর হয়েছে।