লক্ষ্মী পেঁচার উপর বসে, আর্থিক ক্ষতি না চাইলে এখনই সরান সেই ছবি

লক্ষ্মী পেঁচার উপর বসে, আর্থিক ক্ষতি না চাইলে এখনই সরান সেই ছবি

ধনসম্পত্তির দেবী লক্ষ্মী ঠাকুরের কথা তো সকলেরই জানা৷ আরও বেশি সম্পত্তি লাভের আশায় দেবী লক্ষ্মী পূজিত হন ঘরে ঘরে৷ এমনকি বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসেবেও মেনে চলে হয়৷ কিন্তু লক্ষ্মী ঠাকুরের দিদির কথা অনেকেরই অজানা৷ বিভিন্ন পৌরাণিক ধর্মগ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়৷ লক্ষ্মী দেবতার এই দেবী অলক্ষ্মী নামে পরিচিত৷ কথিত আছে, তিনি যেখানে থাকেন সেখান থেকে সমস্ত সম্পত্তি বেদখল হয়ে যায়৷

দেবী লক্ষ্মীর জন্ম কিভাবে হয়েছিল? সমুদ্রমন্থনের ফলেই উঠে এসেছিলেন দেবী লক্ষ্মী৷ এরপরেই ভগবান বিষ্ণু তাঁকে বিয়ে করতে চান৷ কিন্তু পুরাণ ঘাঁটলে দেখা যায়, দেবী লক্ষ্মী সবসময়ই চাইতেন তার দিদি অলক্ষ্মীর আগে বিয়ে হোক৷ কিন্তু বিষ্ণু দেবতার লক্ষ্মীকে এতই পছন্দ হয়ে গেল যে সে রীতিমতন নাছোড়বান্দা হয়ে পরে বিয়ে করার জন্য৷ পাশাপাশিই দেবী লক্ষ্মী নাকি তাঁর দিদির জন্যই জোরকদমে পাত্র খুঁজতে শুরু করেন৷ কিন্তু কেউই তাকে বিয়ে করতে রাজি হয়নি৷ অবশেষে এক মুনির সঙ্গে বিয়ে হয় অলক্ষ্মীর৷ কিন্তু মুনির সেই আশ্রমে অলক্ষ্মী ঢুকতে পারেনি৷

কিন্তু কেন অলক্ষ্মী ওই মুনির আশ্রমে ঢুকতে পারছেনা সেই বিষয়ে অলক্ষ্মীকে প্রশ্ন করা হলে সে বলে যে, সে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি স্থানেই ঢুকতে পারে৷ যেখানে সর্বদা একে অপরের সঙ্গে ঝগড়া লেগে থাকে এবং যেখানে অধর্মমূলক কাজকর্ম হয়ে থাকে৷ অলক্ষ্মী আরও বলেন, পরিষ্কার এবং সততার ঘর হল লক্ষ্মীর৷

এর পাশাপাশি মানুষের মনে রয়েছে বেশ কিছু বিশ্বাসও৷ যদি কোনও ব্যক্তি কাজে সাফল্য না পান কিংবা তার আর্থিক সংকট চলে৷ তাহলে বলা হয় ঘর থেকে অলক্ষ্মী তাড়াতে হবে৷ এই কারণে ঘর কিংবা দোকানের সদর দরজায় লেবু লঙ্কা ঝুলিয়ে রাখার রীতি রয়েছে৷ ভারতে তো প্রতিটি স্থানেই এমন ব্যবস্থা রয়েছে৷ রিকশা,ট্রাক সমস্ত জায়গাতেই৷ তবে এর পাশাপাশি এও কথিত আছে, অলক্ষ্মীর আগমণে সংসারে যা ক্ষতি হয় তা লক্ষ্মী ঠাকুরের আরাধনায় দূর হয়ে যায়৷

কি ধরনের লক্ষ্মী ঠাকুরের ছবি রাখবেন ঘরে? পুরাণ অনুযায়ী, বাড়িতে যদি লক্ষ্মী ঠাকুরের ছবি রাখেন তাহলে দেখে নেবেন সেই ছবিতে যেন অবশ্যই থাকে পেঁচার অবস্থান৷ যদি দেখা যায় সেই ছবিতে লক্ষ্মী পেঁচার উপর বসে আছে তাহলে সেই ধরনের ছবি একদমই ঘরে রাখবেন না৷ তাহলে আপনার পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে খুব শীঘ্রই৷ এমনকি এমন ছবিও কেনা উচিত নয় যেখানে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন৷ পদ্মফুলের উপর বসে আছে এমন লক্ষ্মী ঠাকুরের ছবি ঘরে সাজিয়ে রাখুন তাহলে দেখবেন আপনার ঘরে সুখ শান্তি এবং আর্থিক স্বচ্ছলতা বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.