ফের একবার ভারতের পাশে থাকার বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বাইডেন সরকারের হাত ধরে ভারত আমেরিকা সম্পর্ক মজবুত করতে উদ্যোগী মার্কিন যুক্তরাষ্ট্র। চিনকে কড়া বার্তা দিয়ে ভারতের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে জো বাইডেন সরকার। সীমান্তে ক্রমাগত চিনের উস্কানিমূলক পদক্ষেপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল আমেরিকা। করোনা মোকাবিলা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতাবস্থা বজায় রাখা ও পারস্পরিক সম্পর্কের ভিত্তি মজবুত করার মতো একাধিক বিষয়ে কথা হয় দুই রাষ্ট্রনেতার।