গ্রিন জোনে থাকা বীরভূমে (Birbhum) প্রথম করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ময়ূরেশ্বর (Mayureshwar) ১ নং ব্লকের বাসিন্দা তিন জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। তাদের মধ্যে দুজন মহিলা ও এক জন পুরুষ। প্রত্যেকের বয়স ৫০র উর্দ্ধে। তারা মুম্বাই থেকে ফিরেছিলেন বলে জানা গেছে। সন্দেহজনক হওয়ায় তাদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল মুর্শিদাবাদ। জেলার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, তাদের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মেলায় চিকিৎসার জন্য বোলপুরের কোবিড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এঁদের শরীরে সংক্রমণের কোন উপসর্গ ছিল না। যেহেতু তাঁরা মুম্বাইয়ের মতন সংক্রমণ এলাকা থেকে ফিরেছেন তাই তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
রামপুরহাট হাসপাতাল (Rampurhat Hospital) সূত্রে খবর, কয়েকদিন আগেই তাঁরা মুম্বই থেকে ফেরেন । দুইদিন আগে তাঁদের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয় । তাঁদের টেস্ট রিপোর্ট এলে জানা যায় তাঁরা কোরোনা পজ়িটিভ ।
রামপুরহাট হাসপাতাল (Rampurhat Hospital) সূত্রে খবর, 24 এপ্রিল তাঁরা মুম্বই থেকে ফেরেন । দুদিন আগে তাঁদের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয় । তাঁদের টেস্ট রিপোর্ট এলে জানা যায় তাঁরা কোরোনা পজ়িটিভ ।