খানিকটা হলেও স্বস্তির খবর। বিগত ৭ দিনে ভারতের ৮০টি জেলায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। মঙ্গলবার এই স্বস্তির খবর জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিগত ৭ দিনে ৮০টি জেলায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। বিগত ১৪ দিনে ৪৭টি জেলায় নতুন করে কেউ আক্রান্ত হননি, বেচারাকে বিগত ২১ দিনে ৩৯টি জেলায় নতুন করে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হননি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আরও জানিয়েছেন, শেষ ২৮ দিনে ১৭টি জেলায় নতুন করে কারও শরীরে করোনাভাইরাসের সন্ধান মেলেনি।
মঙ্গলবার ইনস্টিটিউট অফ ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মারফত বৈঠকের হর্ষ বর্ধন জানিয়েছেন, বিগত ১৪ দিনে আমাদের করোনা বৃদ্ধির হার ৮.৭ শতাংশ, বিগত ৭ দিনে ১০.২ শতাংশ, বিগত ৩ দিনে যা ছিল ১০.৯ শতাংশ।
2020-04-28