অতিথি ভক্তবৃন্দের আসা শুরু হয়ে গেছে অযোধ্যায়| কিন্তু রাস্তাঘাট মোটের উপরে ফাঁকাই| লোকজন মোটের উপর দূরত্ব বিধি মেনে চলছেন| গোটা শহরে আক্ষরিক অর্থেই প্রতিটা মোড়ে পুলিশ মোতায়েন হয়েছে| নিরাপত্তার এই সাংঘাতিক ঘেরাটোপ-এর মধ্যে সাধারণ অযোধ্যাবাসীও বেস্ট নিয়মনিষ্ঠই| খুব প্রয়োজন না হলে কেউ ঘর থেকে তেমন বেরোচ্ছেন না| প্রশাসন তো বটেই, বিজেপি, VHP, মন্দির কর্তৃপক্ষও সবাইকে বাড়িতে থেকে দীপোৎসব পালন করতে বলেছেন| আর রামজন্মভূমির ভিতরে তিন একর জায়গায় ঢুকবেন ২০০ জন|
এরই মধ্যে পুরনো স্মৃতিকে সঙ্গে নিয়ে প্রাক্তন মিলিটারি অফিসার এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গ থেকে। বছর ত্রিশেক আগের রাম জন্মভূমি আন্দোলনের সময় তখন তিনি এখানেই কর্তব্যরত ছিলেন। আজ এসেছেন রাম লালার ভক্তরূপে। এই বিশেষ মুহূর্তে থাকতে চান এইরাম জন্মভূমিতেই। সঙ্গে এনেছেন বাংলার মাটি বাংলার জল। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এসে পৌছে তার মনোবাসনা – পুণ্য হউক হে ভগবান।