রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Benkaiah Naidu)।সোমবার এই উপলক্ষে একাধিক টুইটও করেন তিনি। এদিন সকালে বেঙ্কাইয়া নাইডু নিজের টুইট বার্তায় লেখেন, রাখি বন্ধনের পবিত্র উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।ভাই ও বোনের মধ্যে পবিত্র স্নেহের প্রতীক হচ্ছে রাখি।নারীর গরিমা ও সম্মান রক্ষার অঙ্গীকার উৎসবের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হয়। পরিবার এবং সমাজে মা, বোন, কন্যার সুরক্ষা, সম্মান এবং ক্ষমতায়নের পরিধি আরো বেশি বৃদ্ধি পাক। নিজের অপর একটি টুইট বার্তায় উপরাষ্ট্রপতি লিখেছেন, সমাজের সৌহার্দ্য ও বন্ধুত্বের ভাবনার প্রতীক রাখি বন্ধন।মহামারীর এই আবহে পরস্পরের প্রতি সহিষ্ণতা, সংক্রমণে আক্রান্ত লোকেদের ও তাদের পরিবারবর্গের প্রতি সহায়তা এবং সহানুভূতি প্রদর্শন এবং লকডাউনের জেরে দূর্ভোগে পড়া গরিব শ্রমিকদের যথাসম্ভব সাহায্য করার মধ্যে দিয়েই রাখি বন্ধন প্রকৃত লক্ষ্যে পৌঁছানো যাবে। উল্লেখ করা যেতে পারে, এর আগে রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2020-08-03