মদের দোকান খোলা থাকার কারণে সামাজিক দূরত্ব এবং করোনা-সংক্রান্ত অন্যান্য বিধি মানাই হচ্ছে না, তাই অবিলম্বে মদের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্টে এমনই আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
শুক্রবার মদের দোকান বন্ধের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্যই এই ধরনের আবেদন জানানো হয়। একইসঙ্গে আবেদনকারীকে ১ লক্ষ টাকা জরিমানাও করেছে শীর্ষ আদালত। এই বিচারপতি এল নাগেশ্বর রাও (El Nageshwar Rao) -এর বেঞ্চে ভিডিও কনফারেন্সিং মারফত হয় শুনানি। এই আবেদন জানিয়েছিলেন পেশায় আইনজীবী প্রশান্ত কুমার।