কোভিড-১৯ মারণ করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু বাড়ছে ভারতে। পশ্চিমবঙ্গে মৃত্যু হল দ্বিতীয় করোনা (Corona) -আক্রান্তের। সোমবার ভোররাতে কালিম্পঙের বাসিন্দা ৪৪ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই মহিলা মারণ এই ভাইরাসে আক্রান্ত ছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, গত ১৬ মার্চ ওই মহিলা চেন্নাই থেকে ফিরেছিলেন। তিনি চেন্নাইয়ে গিয়েছিলেন মেয়ের চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় ভাবেই তিনি চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু অসুস্থতা দিন দিন বাড়তে শুরু করে।
প্রবল শ্বাসকষ্ট শুরু হলে গত ২৫ মার্চ তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) ভর্তি করা হয়। করোনাভাইরাসের সব রকম লক্ষণই থাকায় তাঁর নমুনা নাইসেডে পাঠানো হয় সেখান থেকে। রিপোর্টও পজিটিভ আসে।
কিন্তু কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছিলেন না তিনি। ক্রমে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। অবশেষে সোমবার ভোররাত দু’টো নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা।
2020-03-30