উত্তর প্রদেশের হাথরাস গণ-ধর্ষণ মামলার তদন্তের জন্য তিন-সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ৭ দিনের মধ্যেই বিশেষ তদন্তকারী দলকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার ট্রায়াল চলার জন্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। হাথরাস গণ-ধর্ষণ মামলা এবং ১৯ বছর বয়সী তরুণীর অকাল-মৃত্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হাথরাস ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, দোষীদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার যোগী আদিত্যনাথ টুইট করে জানিয়েছেন, ‘হাথরাস গণ-ধর্ষণ মামলার দোষীদের রেয়াত করা হবে না। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে বিশেষ তদন্তকারী দল। দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রায়াল চলবে ফাস্ট-ট্র্যাক কোর্টে। প্রসঙ্গত, এই ধর্ষণ মামলায় ইতিমধ্যেই ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।