ভারতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনায় আক্রান্ত বেড়ে ১১৪ জন

ভারতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনায় আক্রান্ত বেড়ে ১১৪ জন

ভারতে (India) বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনায় আক্রান্ত বেড়ে ১১৪

নয়াদিল্লি (New Delhi), ১৬ মার্চ (হি.স.): সংক্রমণ থাকার কোনও লক্ষণ নেই| বরং আরও বাড়ছে| ভারতে বেড়েই চলেছে কোভিড-১৯ নভেল
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা| সোমবার বিকেল পর্যন্ত
ভারতে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ১১৪-তে পৌঁছেছে| তবে আশার কথা, ইতিমধ্যেই কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন| শুরুতে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে করোনা
আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও, এবার কেরলকে ছাপিয়ে
গিয়েছে মহারাষ্ট্র| শুধুমাত্র মহারাষ্ট্রেই
আক্রান্তের সংখ্যা ৩৮| সামগ্রিক পরিস্থিতি
বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক
মন্দির|

ভারতের (India) যে সমস্ত রাজ্যে থাবা বসিয়েছে কোভিড-১৯ নভেল
করোনাভাইরাস (Coronavirus) -মহারাষ্ট্র, কেরল, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, জম্মু,
পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana),
উত্তর প্রদেশ (Uttar Pradesh), রাজস্থান (Rajasthan),
দিল্লি (Delhi), তেলেঙ্গানা (Telangana),
কর্ণাটক (Karnataka), অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), তামিলনাড়ু (Tamil Nadu)ও উত্তরাখণ্ড (Uttarakhand)| ওডিশাতেও নতুন করে করোনা-আক্রান্তের
সন্ধান মিলেছে| পশ্চিমবঙ্গ, বিহার,
ঝাড়খণ্ডে
অবশ্য এখনও পর্যন্ত থাবা বসাতে পারেনি কোভিড-১৯|
তবে, আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এই
রাজ্যগুলি| দেশে যেভাবে ছড়িয়ে পড়ছে
করোনাভাইরাস, তা সত্যিই উদ্বেগজনক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.