৬২ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৯৩৪ জনের, দেশে আক্রান্ত ২৯৪৩৫

লকডাউনের বর্ধিত মেয়াদ শেষ হতে খুব বেশি দিন আর বাকি নেই। অথচ, ভারতে (India) কোভিড-১৯ (Covid-19) ভাইরাসের প্রকোপ ঠেকানোই যাচ্ছে না। ভারতে কোভিড-১৯ ভাইরাসে ফের বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল আটটার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ২৯ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল।

ইতিমধ্যেই ভারতে মৃত্যু হয়েছে ৯৩৪ জনের। করোনাকে পরাজিত করে ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৬,৮৬৮ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১,৫৪৩ জনq এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৯,৪৩৫ জন (সক্রিয় করোনা রোগী ২১,৬৩২)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৪। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬,৮৬৮ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৯৩৪ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে দু’জনের, দিল্লিতে ৫৪ জনের, গুজরাটে ১৬৩ জনের, হরিয়ানায় ৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৭ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ২০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ১১০ জন, মহারাষ্ট্রে ৩৬৯ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৮ জন, রাজস্থানে ৪৬ জনের, তামিলনাড়ুতে ২৪ জন, তেলেঙ্গানায় ২৬ জন, উত্তর প্রদেশে ৩১ জন এবং পশ্চিমবঙ্গে ২০ জন প্রাণ হারিয়েছেন।


করোনা-আক্রান্তের নিরিখে এখনও সর্বাগ্রে মহারাষ্ট্রই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮,৫৯০, দিল্লিতে ৩,১০৮, তামিলনাড়ুতে ১৯৩৭, অন্ধ্রপ্রদেশে ১১৮৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৬ জন, বিহারে ৩৪৫ জন, চন্ডীগড়ে ৪০ জন, ছত্তিশগড়ে ৩৭ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৩,৫৪৮ জন, হরিয়ানায় ২৯৬ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, জম্মু-কাশ্মীরে ৫৪৬ জন, ঝাড়খণ্ডে ৮২ জন, কেরলে ৪৫৮, কর্ণাটকে সংক্রমিত ৫১২ জন, লাদাখে ২০ জন, মধ্যপ্রদেশে ২১৬৮ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ১১৮ জন, পুদুচেরিতে ৮ জন, পঞ্জাবে ৩১৩ জন, রাজস্থানে ২২৬২ জন, তেলেঙ্গানায় ১০০৪ জন, ত্রিপুরায় দু’জন (দু’জনই সুস্থ), উত্তরাখণ্ডে ৫১ জন, উত্তর প্রদেশে ১৯৫৫ এবং পশ্চিমবঙ্গে ৬৯৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.