অযোধ্যা মামলায় দাখিল সমস্ত ১৯ টি পুনর্বিচার আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট (supreme court) অযোধ্যা (Ayodhya) মামলায় সমস্ত পুনর্বিচার আবেদন (review petition) খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টে মোট ১৯ টি আবেদন দাখিল হয়েছিল। প্রধান বিচারকের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ এই সিদ্ধান্ত শুনিয়েছে। সর্বোচ্চ আদালত ৯ নভেম্বরে অযোধ্যা মামলায় ঐতিহাসিক সিদ্ধান্ত শুনিয়েছিল।

বেঞ্চে প্রধান বিচারক (CJI) ছাড়া বিচারক ডিওয়াই চন্দ্রচূড়, বিচারক অশোক ভূষণ, বিচারক এসএ নজীর আর বিচারক সঞ্জীব খান্না আছেন। বিচারক খান্না ছেড়ে বাকি সদস্য অযোধ্যা মামলায় সিদ্ধান্ত শোনানো সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন। বিচারক খান্নাকে ১৭ই নভেম্বর অবসর নেওয়া সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক রঞ্জন গগৈ এর জায়গায় যুক্ত করা হয়েছে।

মোহম্মদ সিদ্দিকি, ফাহরুখ আহমেদ, মৌলানা মুফতি হাসবুল্লাহ, মিসবাদ্দিন, হাজি মেহবুব আহমেদ, মৌলানা মহফুজুরহমান, হাজি আসাদ আহমেদ, অখিল ভারত হিন্দু মহাসভা, শিয়া সেন্ট্রাল বোর্ড, ডঃ মোহম্মদ আয়ুব, তহরিক ফাহরুক এ ইসলাম, আব্দুল আনিস আনসারি, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া, অম্বরিশ কুমার, সম্রাট প্রিয়দর্শী ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যশানাল লীগ, প্রভাত পট্টনায়ক সমেত ৪০ জন ব্যক্তি দ্বারা এই পুনর্বিচার আবেদন দাখিল করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারকের নেতৃত্বে পাঁচ সদস্যিয় সাংবিধানিক বেঞ্চের সর্বসম্মতিতে ২.৪৪ একর বিবাদিত জমি রামলালাকে দেওয়ার সিদ্ধান্ত শোনানো হয়। এর সাথে কেন্দ্রকে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.