ফের বড়সড় ধাক্কা খেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ এদিন সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে সিবিআইয়ের মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে না৷ উল্লেখ্য দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন চিদাম্বরম৷ এদিন তা মঞ্জুর করেনি শীর্ষ আদালত৷
ইডি চিদাম্বরমের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয়৷ যেখানে বলা হয়েছে বিদেশে বেনামে রয়েছে ১৭টি অ্যাকাউন্ট৷ এছাড়াও ১২ দেশে ছড়িয়ে রয়েছে চিদাম্বরমের সম্পত্তি৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও সময় দেওয়া হোক৷ সেক্ষেত্রে ইডির তরফ থেকে আরও ৩দিনের হেফাজত চাওয়া হতে পারে৷
এদিকে, সোমবারই ফুরোচ্ছে সিবিআইয়ের পাঁচদিনের হেফাজতের মেয়াদ৷ ফলে এদিনই আদালতে পেশ করা হবে প্রাক্তন অর্থমন্ত্রীকে৷ তবে সোমবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে চিদাম্বরমকে৷ সুপ্রিম কোর্টের বক্তব্য, প্রভাব ছাড়াই নিম্ন আদালতে শুনানি হোক৷ গ্রেফতারি নিয়ে পদক্ষেপ করবে না আদালত৷ গ্রেফতারির পর কোনও শুনানি নয় বলে এদিন জানিয়েছে শীর্ষ আদালত৷
এর আগে, আদালত চিদম্বরমকে বক্তব্য পেশের অনুমতি দেওয়ার পর তিনি বলেছিলেন, তাকে তাঁর এবং তাঁর ছেলের ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল৷ তিনি উত্তরে জানান, বিদেশে তাঁর কোনও অ্যাকাউন্ট নেই৷ ছেলের বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে৷ চিদম্বরম এও বলেন তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন৷ তিনি জানান, তাঁর ওপর যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন৷
পি চিদাম্বরম মামলায় আইনজীবী কপিল সিব্বল জানান, কার্তি চিদাম্বরম নিয়মিত জামিন পেয়েছেন৷ ভাস্কর রমন আগাম জামিন পান৷ এঁদের সিবিআই কখনও চ্যালেঞ্জ জানায়নি৷ দিল্লি হাইকোর্ট এদের জামিন দিয়েছে৷ তাই চিদাম্বরমেরও জামিন পাওয়া উচিত৷ এর প্রেক্ষিতে সিবিআইয়ের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, আইএনএক্স মিডিয়া এপআইপিবি-র নিয়ম ভেঙেছে৷ চিদাম্বরমের জন্যই আইএনএক্স মিডিয়া ভুল পদ্ধতিতে প্রফিট হয়৷
আদালতে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, চিদাম্বরম তার ক্ষমতার অপব্যবহার করেছেন৷ তুষার মেহতা এও বলেন, কোনও ব্যক্তি চুপ থাকতেই পারেন কিন্তু জেনে বুঝে প্রশ্ন এড়িয়ে যাওয়া ঠিক নয়৷ তাই তাঁর মতে, তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিদাম্বরমকে হেফাজতে নেওয়া প্রয়োজন৷ তবে কপিল সিব্বল পাঁচদিনের হেফাজতের বিরোধিতা করেন৷ চিদাম্বরমের তরফ থেকে তিনি বলেন, অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়েছে যেখানে সেখানে চিদাম্বরমেরও জামিন পাওয়া উচিত৷