দেশের উত্তর-পূর্বাঞ্চলের পিছিয়ে যাওয়া নিয়ে সরাসরি কংগ্রেসকে দায়ী করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি শিবরাজ সিং চৌহান৷ একই সঙ্গে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতিও তোপ দাগেন৷
শিবরাজের অভিযোগ, অসম থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন ড. মনমোহন সিং৷ অথচ, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের জন্য কখনও ভাবেননি তিনি৷ একই সঙ্গে তিনি এর জন্য সমানভাবে দায়ী করেছেন রাহুল গান্ধীকেও৷
বৃহস্পতিবার ত্রিপুরা সফরে এসে শিবরাজ বলেন, বিজেপির প্রতি মানুষের আস্থা এ-রাজ্যে আবারও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রতিফলিত হয়েছে৷ এবং এই সাফল্যের জন্য তিনি বিজেপির রাজ্য কমিটিকে অভিনন্দন জানিয়েছেন৷
সেই সঙ্গে তিনি এও মনে করিয়ে দিয়েছেন, প্রথমে বিধানসভা, তার পর লোকসভা এবং এখন ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাফল্যে থেমে থাকলে চলবে না৷ অমিত শাহের সুরে তিনি জানান, সংগঠন মজবুত করার জন্য লাগাতার কাজ করে যেতে হবে ৷ তাই, সারা দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান নিয়ে তিনি ত্রিপুরায় এসেছেন।
তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, অসম থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন ড. মনমোহন সিং৷ অথচ, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রতি কখনও নজর দেননি৷ তাঁর অভিযোগ, ইউপিএ জমানায় এই অঞ্চল উপেক্ষিত রয়ে গিয়েছে৷ কিন্তু, কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উন্নয়নের ছোঁয়া উত্তর-পূর্বাঞ্চলেও লেগেছে৷