অসহায়, দিনমজুর ও দুঃস্থ পরিবারের পাশে সিউড়ির (Suri) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বয়ংসেবকরা। সারাদেশে লকডাউন (Lockdown) ঘোষণা হওয়ার পর থেকেই দৈনিক শতাধিক দিনমজুর, দুঃস্থ পরিবারের হাতে তুলে দিচ্ছেন চাল, ডাল আলু,তেল, সোয়াবিন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সিউড়ি (Suri) নগরের RSS -এর স্বয়ংসেবকরা নিজেদের অর্থ দিয়ে দিনের পর দিন এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বীরভূম বিভাগ কার্যবাহ শিবাজী প্রসাদ মন্ডল -এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সিউড়ি (Suri) পৌরসভার 21 টি ওয়ার্ডে এবং বর্ধিত নগরের কিছু এলাকায় দিনের পর দিন সঙ্ঘের স্বয়ংসেবকরা এই লকডাউনের সময় খুব সচেতন ভাবে সর্বক্ষণ মানুষের সেবায় নিয়োজিত আছে এবং তিনি আরো বলেন যতদিন লকডাউন জারি থাকবে আমরা পৌঁছে যাব দুঃস্থ, অসহায় দিনমজুর, খেটে খাওয়া মানুষের পরিবারের পাশে। পাশাপাশি সমগ্র জেলা জুড়েই খন্ড, নগরের কার্যকর্তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সেবা কাজ চালিয়ে যাচ্ছে । আমাদের মূল লক্ষ্য এই মহামারীর সময় মানবিকতার খাতিরে একে অপরের পাশে থাকা।
2020-04-17